1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
সুনামগঞ্জের দোয়ারাবাজারের বাংলাবাজারে বেহাল অবস্থায়,' দূষিত হচ্ছে পরিবেশ - dainikbijoyerbani.com
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৪১ অপরাহ্ন
ad

সুনামগঞ্জের দোয়ারাবাজারের বাংলাবাজারে বেহাল অবস্থায়,’ দূষিত হচ্ছে পরিবেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ৪০৭ Time View

সুনামগঞ্জের দোয়ারাবাজারের বাংলাবাজারে বেহাল অবস্থায়,’ দূষিত হচ্ছে পরিবেশ

সোহেল মিয়াঃ সুনামগঞ্জ থেকেঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ১ নং বাংলাবাজার ইউনিয়নের স্থানীয় বাংলাবাজারের মধ্যগলি ও সবজি বাজারের ব্যাহাল অবস্থা। ব্যাবসায়ীসহ সর্বমহলের ভূগান্তির শেষ নেই।

দোয়ারাবাজার উপজেলা তথা সুনামগঞ্জ জেলার সবজি বাজারের অন্যতম ও পর্যটন এলাকা হিসেবে পরিচিত বাংলাবাজার। বাংলাবাজার থেকে ট্রাক ভরে দেশের বিভিন্ন প্রান্তে দৈনিক লক্ষাধিক টাকার সবজি বিক্রি করা হচ্ছে । মুক্তিযোদ্ধের ৫ নং সেক্টর ও শহীদ মিনারসহ এই এলাকায় রয়েছে পর্যটনদের মনঝুড়ানো অনেক প্রাকৃতিক নিদর্শন দৈনিক শতাধিক ভ্রমনপিপাসু এখানে আসেন বেড়াতে।
বাংলাববাজারটি সবজি চাষের সফলতা ও পর্যনদৃশ্যের কারনে উন্নয়নের ছোয়া পেলেও বাজারের রাস্তাঘাট ও বাজার উন্নয়নের অভাবে তা এখন পিছিয়ে পরেছে। অল্প বৃষ্টি হলেই কাদা আর পানিতে ভরাট হয়ে ভয়ংকর আকার ধরন করে লাভের চেয়ে ক্ষতির সম্মুখীন বেশি হয়ে দাড়িয়েছে সেখানে।

এছাড়াও বাজারের মধ্যগলি বাংলাবাজার ইউনিয়ন পরিষদের সামনের তিন রাস্তার মার্কেট মুরে বৃষ্টির পানি ঝমে কাদা সৃষ্টি হওয়ায় নেমে এসেছে জনদূর্ভোগ নষ্ট হয়েছে বাজারের পরিবেশ। যানবাহন সহ সর্বমহলের ভূগান্তির শেষ বলে কিছু নেই। বাজারের মার্কেটগুলোতে আশা যাওয়া করতে পারছেনা ক্রেতারা। তাছাড়াও বিকল্প কোন রাস্তা ও নেই সেখানে।

লক্ষকরা গেছে বাজারে অবস্থানরত ইউনিয়ন পরিষদের গেটে ও সৃষ্টি হয়েছে ময়লা ও আবর্জনারস্থপ স্থানীয় জনপ্রতিনিধিরা যেন দেখেও না দেখার বান করছে।

এব্যাপারে জানতে চাইলে বাংলাবাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি আরব আলী বলেন. বাংলাবাজারের বিভিন্ন গলিতে বৃষ্টির পানিতে কাদা ঝমে থাকয় ভয়াবহ অবস্থা বিরাজ করছে, চলাচল করতে পারছেনা কোন দরনের যানবাহন শ্বিকার হচ্ছেন দূর্ঘটনার। আমরা বিগতদিনে কয়েকবার আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর কাছে দাবী নিয়েগেছি উনি দেখেবেন -দেখছি বলে এখনুবৃদি কোন পদক্ষেপ নেননি।

মোবাইলে যোগাযোগ করা হলে বাংলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান জসীম উদ্দিন রানা বলেন বাজার কমিটির দাবীর প্রেক্ষিতে কাঁচাবাজারে ড্রেন তৈরির কাজের ব্যাবস্থা করেছি, কাজ চলমান। মধ্যগলিতে বৃষ্টির পানি ঝমে কাদা সৃষ্টি হওয়া চলাচলের অনুপযোগী জায়গাটির কাজ বরাদ্দ হয়েছে। সপ্তাহের ভিতরে কাজ শুরু করা হবে ।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি