সুনামগঞ্জের দোয়ারাবাজারে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে এক মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের উষাইর গাঁও গ্রাম থেকে মুক্তিযোদ্ধা কালা মিয়ার (৭৫) লাশ উদ্ধার করা হয়। তিনি একই ইউনিয়নের সাহেবের গাঁও গ্রামের বাসিন্দা মৃত আব্দুল বারিকের পুত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, 'মুক্তিযোদ্ধা কালা মিয়া দীর্ঘদিন ধরে উষাইর গাঁওয়ে তার মেয়ের বাড়িতে থাকতেন। রবিবার ভোর চারটার দিকে ঘরের দরজা খোলা অবস্থায় দেখতে পান মুক্তিযোদ্ধা কালা মিয়ার স্ত্রী। পরে বসতঘরের ভেতরের বারান্দায় কালা মিয়াকে গলায় ফাস লাগানো ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে দোয়ারাবাজার থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশের একটি টিম এসে ঘটনাস্থল থেকে মুক্তিযোদ্ধা কালা মিয়ার লাশ উদ্ধার করে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলার ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে এখন ময়না তদন্তের জন্য সুনামগঞ্জে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে৷'