1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
সুনামগঞ্জের দোয়ারাবাজারে সাংবাদিকের সাথে বিতর্কিত সেই ওসি নাজির আলম বদলী - dainikbijoyerbani.com
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৫৬ পূর্বাহ্ন
ad

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সাংবাদিকের সাথে বিতর্কিত সেই ওসি নাজির আলম বদলী

Reporter Name
  • Update Time : বুধবার, ২ জুন, ২০২১
  • ৩২০ Time View

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সাংবাদিকের সাথে বিতর্কিত সেই ওসি নাজির আলম বদলী

সুনামগঞ্জ প্রতিনিধিঃ
অবশেষে সুনামগঞ্জের বিতর্কিত পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ নাজির আলমকে দোয়ারাবাজার থানা থেকে বদলি করা হয়েছে। মঙ্গলবার ০১ জুন বাংলাদেশ পুলিশ হেডকোয়র্টার্স’র অ্যাডিশনাল আইজি ড. মো. মইনুর রহমান চৌধুরী বিপিএম বার কতৃর্ক স্বাক্ষরিত (এএন্ডও) আদেশে তাকে বদলি করা হয়। একই সাথে এ আদেশ অবিলম্বে কার্যকর করে ইন্ডষ্ট্রিয়াল পুলিশে সংযুক্ত করা হয়।

আদেশের অনুলুপি পুলিশের অন্য দায়িত্বশীল দপ্তরসহ সুনামগঞ্জ পুলিশ সুপারকেও প্রেরণ করা হয়। এরপুর্বে তিনি ২০২০ সালের ২৩ আগষ্ট ওই থানার ওসি হিসাবে যোগদান করেন।

যোগদানের পর থেকেই সীমান্ত থানা এলাকার মাদক, গবাদী পশু সহ নানান চোরাচালান , মামলা বাণিজ্য, সীমান্তনদী থেকে অনৈতিকভাবে খনিজ বালু পাথর উত্তোলনকারী চক্রের নিকট হতে অনৈতিক সুবিধা নেয়া, তার দায়িত্বকালে থানার এসআই কতৃক বিদেশী মদ উদ্ধারের পর ফের বিক্রি করে দেয়া, বিনা গ্রেফতারি পরোয়ানায় মুক্তিযোদ্ধার সন্তানকে গ্রেফতার করে হয়রানি, থানায় গেলে নিরীহ মানুষের সাথে অসদাচরন, সর্বশেষ নানা সময়ে তার ঘুষ, দুনীতি,অনিয়ম, মামলা হয়রানি বাণিজ্য নিয়ে বিভিন্ন সময় সংবাদ প্রকাশ করেন সাংবাদিক এনামুল কবির মুন্না।

তার দায়িত্বকালে ধর্ষণ , চোরাচালান সংঘর্ষ সহ নানান অপরাধুলক কর্মকর্মকান্ডে ওই থানার আইনশৃংখলার চরম অবনতি দেখা দেয়। এসব অভিযোগ পুলিশ হেডকোয়ার্টার আমলে নিয়ে তার বিরুদ্ধে গোপন তদন্ত করলে ওসির নানা অপকর্ম তদন্তে উঠে আসে। বদলির আশংকা আচ করতে পেরে নিজের লালিত লোকজনকে দিয়ে গত কয়েকদিন পূর্বে ওসি মোহাম্মদ নাজির আলম নিজেই তার পক্ষে সমাবেশ করে কথিত পেইড সংবাকর্মীদের দিয়ে নিজেকে মানবিক পুলিশ কর্মকর্তা হিসাবে জাহির করতে কয়েকটি অনলাইন ও স্থানীয় কাগজে সংবাদ প্রকাশ করান।

তার একটি ভিডিও চিত্র ভাইরাল হয় দিন কয়েক পুর্বে। পেশাগত দায়িত্বপালনে র‌্যাব কতৃত আটককৃত ইয়াবা ও মামলার আসামিদের তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিক এনামুল কবির মুন্নাকে থানায় আসতে নিষেধ করেছিলেন ওসি। এরপর থানার অন্যান্য পুলিশ সদস্য, ও কথিত এক আওয়ামী লীগ নেতাকে লেলিয়ে দেন সাংবাদিক এনামুল কবির মুন্নাকে লাঞ্চিত করতে। এ ঘটনায় ভুক্তভোগি সাংবাদিক তাৎক্ষণিকভাবে সুনামগঞ্জ পুলিশ সুপারকে অবহিত করলেও কোন প্রতিকার না পেয়ে পরবর্তীতে পুলিশের মহা পরিদর্শক (আইজিপি) বরাবর অভিযোগ করেন।

মঙ্গলবার রাতে জানতে চাইলে পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ নাজির আলম তার বদলির আদেশ প্রাপ্তির বিষয়টি স্বীকার করেন।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি