এমএ রহিম স্টাফ রিপোর্টার সিলেটঃ
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর সার্কেল হিসেবে কর্মরত সহকারী পুলিশ সুপার কামরুল ইসলাম সুনামগঞ্জ জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়েছেন।
আজ সোমবার (২৩ আগস্ট) সকাল ১০টায় সুনামগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কামরুল ইসলামকে ব্যাজ পরিয়ে দেন।
সুনামগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার সার্কেল (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) গত ৮ আগস্ট অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পান। জগন্নাথপুর উপজেলা সদরের বাড়ি জগন্নাথপুর এলাকায় সার্কেল কার্যালয়ে বসবাস করতেন তিনি।
সুনামগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর- শান্তিগঞ্জ সার্কেল) কামরুল ইসলাম বলেন, এ সফলতা শুধু আমার নয়, জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিনসহ পুলিশ সদস্যদের এবং জগন্নাথপুরবাসীর।
আমি আপনাদের সবার কাছে দোয়া চাই। সবাই দোয়া করবেন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যেন জনগণের সেবা করে যেতে পারি।
Leave a Reply