সুন্দরবনে অবৈধভাবে মধু আহরনকালে ৩ জন আটক
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ সুন্দরবন খুলনা রেঞ্জের বানিয়াখালী স্টেশনের অধিনস্থ ভাগ্নীখালি এলাকায় অবৈধভাবে মধু আহরনকালে ৩ জনকে আটক করেছে বন বিভাগ। এ সময় বন বিভাগের অভিযান জানতে পেরে আরও ২ জন পালিয়ে যায়। জানা গেছে গত মঙ্গলবার বিকাল ৫ টার দিকে বানিয়াখালী স্টেশন কর্মকর্তা নিমল কুমার মন্ডলের নেতর্ৃত্বে অভিযান চালিয়ে অবৈধভাবে মধু আহরন করার অভিযোগে ১ টি নৌকা,মধু সহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন কয়রা উপজেলার পুর্ব মহেশ্বরীপুর গ্রামের মৃত জালাল সরদারের পুত্র নজরুল সরদার (৩৭), ইব্রাহিম সরদারের পুত্র সিরাজুল সরদার (৩২) ও আরিফ সরদার (২৮)। এদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মোঃ আবু সালেহ বলেন, এ ব্যাপারে আটক ৩ জনকে আসামী করে ও আরও ২ জনকে অজ্ঞত নামে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।