বাগেরহাট প্রতিনিধিঃ
মোংলার সুন্দরবন ইউনিয়নে আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চায়না মার্কেট বাজারে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়। সুন্দরবন ইউনিয়ন যুবলীগ নেতা লিটন শিকারীর আয়োজনে ও সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, আলী আকবার শিকারী, ইউপি সদস্য ইমরান বিস্বাস, সংরক্ষিত মহিলা সদস্য জোসনা খাতুন
মোতালেব শেখ, আজবাহার শেখ, মফিজ শেখ, শাহাবুদ্দিন শিকারী, ফোরকান, জলিল হাওলাদার প্রমুখ। এ সময় বক্তারা বলেন, যুবলীগ প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ পুনর্গঠনসহ ইতিহাস অর্পিত সকল দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করে আসছে যুবলীগ। বিএনপি-জামাত জোট সরকারের ৫ বছরের অপরাজনীতি, দুঃশাসন, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে রাজপথের লড়াই আন্দোলন এবং ১/১১ পরবর্তী অসাংবিধানিক সরকার কর্তৃক শেখ হাসিনাকে রাজনীতি থেকে মাইনাস এবং দেশকে বিরাজনীতিকরণের ষড়যন্ত্র মোকাবেলায় সকল অত্যাচার নির্যাতনকে উপেক্ষা করে সাহসিকতাপূর্ণ ভুমিকা পালন করেছে যুবলীগ। এই দীর্ঘ লড়াই-সংগ্রামে প্রাণ দিয়েছেন যুবলীগের অসংখ্য নেতা কর্মী। তারা আরও বলেন, আমরা বিশ্বাস করি, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ আমাদের সোনালী ভবিষ্যৎ। তাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও গণতন্ত্রের অভিযাত্রায় অতীতের গৌরবময় ভুমিকার মতই দায়িত্বশীল ভুমিকা পালনে যুবলীগ প্রতিশ্রুতিবদ্ধ। আলোচনা সভা শেষে এক মনোঙ্গ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
Leave a Reply