মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
সেভ দ্যা ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, প্রতিনিয়ত সুন্দরবন সুরক্ষায় সাহসী ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করায় মোংলার উপকূলের সাংবাদিকদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। কারণ মোংলার পাশেই বিশ্বখ্যাত ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন, যা বাংলাদেশসহ গোটা বিশ্বের সম্পদ। এই বনকে সুরক্ষার দায়িত্ব আমাদের সবার। কারণ প্রাকৃতিক দূর্যোগে এই বন নিজেকে বিলিয়ে দিয়ে সবাইকে বড় ধরনের ক্ষতির মুখ থেকে রক্ষা করে চলেছে। তিনি আরো বলেন, সুন্দরবন আল্লাহর বড় এক নেয়ামত। কিন্তু কিছু দুষ্কৃতকারীরা এই বনকে ধ্বংস করতে সুন্দরবনে অভ্যন্তরে বিষ দিয়ে মাছসহ বাঘ ও হরিণ শিকার করে চলছেন। এসব অপকর্ম ঠেকাতে বিশেষ করে মিডিয়া বন্ধুদের আরো বেশি দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। এছাড়া তিনি মোংলায় কর্মরত সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্যেও প্রশাংসা করেন।
প্রতি বছরের মতো এবারও সোমবার (৮এপ্রিল) সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের আয়োজনে মোংলা প্রেসক্লাবে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশবিদ লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম এসব কথা বলেন।
এ সময় আরো বক্তব্য রাখেন মোংলা প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান ও সাধারণ সম্পাদক মোঃ হাসান গাজী। প্রেস ক্লাব নেতৃবৃন্দরা তাদের বক্তৃতায় বিভিন্ন সময়ে ক্লাব উন্নয়নেও তার (লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম) অবদানের কথা স্বীকার করে ভূয়সী প্রশংসা করেন।