সুন্দরবন কোয়ালিশনের আয়োজনে দাতা সংস্থা শেয়ার ট্রাস্টও স্টাট ফান্ড এর অর্থায়নে উপকরণ পেল ৩৬ টি পরিবার।
ইমাম হোসেন হিমেল কলাপাড়া (পটুয়াখালী)
ধুলাসার ইউনিয়নের অসহায় দুস্থ প্রতিবন্ধী ৩৬ টি পরিবার।৪ এপ্রিল মঙ্গবার বিকালে ধুলাসার উপকূল সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর অফিস কক্ষে লাইভলীহুড সাপোর্ট ও প্রতিবন্ধী সহায়ক উপকরন প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর হোসেন উপজেলা নির্বাহী অফিসার।কলাপাড়া,পটুয়াখালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃফরিদ উদ্দিন আহমেদ সমবায় কর্মকর্তা কলাপাড়া,পটুয়াখালী। জনাব সঞ্জয় বিস্বাস,টেকনিক্যাল অফিসার আভাস।
উক্ত সভায় সভাপতিত্ব করেন মোঃ হাফেজ আব্দুর রহিম ইউপি চেয়ারম্যান,ধুলাসার। ১৫ জনকে ক্ষুদ্র ব্যবসার জন্য ৯২০০/- ও১৮ জনকে দর্জি সহায়তার জন্য ৯০০০/- টাকার উপকরন প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার দর্জি সহায়তার উপকরন ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মাজে নগদ টাকার চেক ও ৩ জন প্রতিবন্ধী ব্যাক্তিকে ৩টি হুয়েইল চেয়ার বিতরন করেন।এছারও তিনি সুন্দরবন কোয়ালিশনের যৌথ পরিকল্পনার মাঠ পর্যায়ে কার্জক্রম পরিদর্শন করেন।বৌলতলী সরকারি পুকুর পারে ঘাট নির্মান,বৌলতলী জব্বার হাওলাদারের বাড়ির সামনে গভীর নলকূপ স্হাপন, রোকেয়া বেগমের বাড়ি ল্যাটন স্থাপন। এ সময় উপস্থিত ছিলেন সমবায় কর্মকর্তা মোঃ ফরিদ উদ্দিন, ইউপি চেয়ারম্যান জনাব মোঃ হাফেজ আব্দুর রহিম, গন্যমান্য বাক্তি বর্গ ও সাংবাদিক সহ আরো অনেকে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্জক্রম পরির্দশন করার পর কার্জক্রম চমৎকার বলে মন্তব্য করেন।এবং আয়োজক সংস্থাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।সকল অংশগ্রহন কারীদের জীবন মান উন্নয়নের জন্য দিক নির্দেশনা মুলক বক্তাব্য রাখেন।সুন্দরবন কোয়ালিশনের যৌথ পরিকল্পনায় নিম্নের কার্যক্রম গুলো বাস্তবায়ন করেন,ধুলাসার উপকূল সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ। বেতকাটা পাড়া সরকারি প্রাঃ বিদ্যালয়ের সংযোগ রাস্তা মেরামত বরাদ্দঃ-১২০০০০ নয়াকাটা ব্রীজ থেকে মুজিব কিল্লা হয়ে শহিদুল আলম মাস্টারের বাড়ি পযন্ত রাস্তা মেরামত। বরাদ্দঃ-১৪০০০০/- জব্বার হাওলাদারের বাড়ির সামনে গভীর নলকূপ স্হাপন
বরাদ্দঃ-১৫০০০০/- ৬টি পরিবারে পারিবারিক স্বাস্থ্য সম্মত ল্যাটিন স্থাপন বরাদ্দঃ-১২০০০০/- জন প্রতিবন্ধীকে হুয়েইল চেয়ার প্রদান। বরাদ্দঃ-৩০০০০ বৌলতলী সরকারি পুকুর পারে ঘাট নির্মান। বরাদ্দঃ-১৬০০০০/- ৩৩ জনকে লাইভলীহুড সাপোর্ট প্রদান বরাদ্দঃ-৩০০০০০/- উক্ত কর্জক্রম গুলো সুন্দর ভাবে সম্পন্ন করেছেন ধুলাসার উপকূল সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি।
Leave a Reply