মোঃ ফেরদৌস মোল্লা পিরোজপুর জেলা প্রতিনিধি
মানবতার ডাকে সারা দিয়ে আসুন রক্তদেই জীবন বাচাই এই স্লোগানকে সামনে রেখে মহামারী করোনা ভাইরাস কে উপেক্ষা করে সেইফ ব্লাড ডোনেট সোসাইটি সংগঠনের পক্ষ থেকে গতকাল শুক্রবার সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত কাঁঠালিয়া উপজেলার তারবুনিয়ায় ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালিত হয়।
এতে সকাল থেকে শিশু, যুবক, বৃদ্ধ,মহিলা তারা রক্তের গ্রুপ নির্ণয় করেন।
তখন উপস্থিত ছিলেন সেইফ ব্লাড ডোনেট সোসাইটি সংগঠন সদস্য সানোয়ার হোসেন, ফয়সাল, সাংবাদিক ফেরদৌস মোল্লা, শামীম, মেজবাহ তালুকদার অপু,
তখন সানোয়ার হোসেন বলেন আমারা সারাজীবন মানুষের পাসে থাকতে চাই, মানুষের সেবা করতে চাই। সকলের কাছে সংগঠনের সকল সদস্যদের জন্য দোয়া ও সংগঠনের সার্বিক শুভ কামনা করেন।
সেখান কার উপস্থিতিরা বলেন এই রকম সংগঠনের জন্য হাজারো রোগীদের প্রাণ ফিরে পায়,এবং রোগীদের মুখে হাসি ফোটে।
অনেকেই রক্তের গ্রুপ জানেনা তাদের মাধ্যমে রক্তের গ্রুপ জানতে পারলো।আমারা সংগঠনের সদস্যদের সার্বিক সুস্থতা কামনা করছি।এবং সংগঠনের জন্য শুভ কামনা করছি।তারা যেনো সারা বাংলাদেশ এই মানব সেবা পৌঁছে দিতে পারে ইনশাআল্লাহ। জয় হোক মানবতার!!
Leave a Reply