সেনা সদস্য মিঠু কতৃক জোরপূর্বক বিল্ডিং স্হাপনা ও হুমকীর অভিযোগ।
কুষ্টিয়া সদর উপজেলা জিয়ারখী ইউনিয়নের ভরুয়া পাড়া গ্রামে মৃত ওলিউল্লাহ ছেলে সেনা সদস্য মিঠু ও ঝন্টু কতৃক একই গ্রামের সিরাজ মিয়া প্রধানের ছেলে বিল্লাল,আনোয়ার,ও সানোয়ার কে স্হানীয় নেতা ও পুলিশ পরিচয়ে এসে হুমকি দেন।খোজ নিয়ে জানা যায় সেনা সদস্য মিঠু যায়গা নিয়ে দীঘদিন যাবত কোন্দল চলে অাসছিলো।নিম্নে কোট,হাইকোট মামলায় ব্যর্থ হলে স্হানীয় নেতাদের মারফতে চলতে থাকে দফায় দফায় মিটিং,ও টাকা দিয়ে নেতাদের মেনেজ করে তুলতে থাকে বিল্ডিং,ভুক্তভোগিরা বাধা দিলে শুরু হয়,পুলিশ পরিচয়ে দিয়ে হুমকির অভিযোগ।সিএস মালিকের কাছ থেকে জমি ক্রয় করেন সিরাজ প্রধান,এসএ রেকটে সিরাজ প্রধান ওলিউল্লাহ আত্বীয়তার সুবাদে থাকতে দেয় সিরাজ প্রধান কিন্তু তারা সেই সুবাদে জমি রেকট করে নিবে তা জানতো না এখন আরএস রেকট অনুসারে ভুলবসত রেকট হয়ে যায় ওলিউল্লার নামে,রেকট ভুল হওয়ায় মামলা করে কাগজ পত্র নিম্নে কোটকে সাবমিট করলে ব্যর্থ ওলিউল্লার সেখান থেকে মামলা নিয়ে যায় হাইকোটে তাতে ব্যর্থ হলে। মামলায় রায় পেলেও দখল দিচ্ছেনা সেনা সদস্য মিঠু। এবং ম্যাজিস্ট্রেটের রেকডের আদেশ নামায় উল্লেখ আছে দেওয়ানি মামলা মকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্ব স্ব স্থানে অবস্হান করার নির্দেশ প্রদান করবেন,কিন্তু কোট অবমাননা করে স্থাপনা তৈরি করে যাচ্ছে ক্ষমতার জোরে ভুক্তভোগীর পরিবার অসহায় গরিব ও অশিক্ষিত হওয়ার পেরে দিচ্ছে না মিঠু ও স্হানীয় ক্যাডারদের সাথে।
এই বিষয় কুষ্টিয়া জেলা প্রশাসক ও পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে,অসহায় পরিবাকে সাহায্য সহ আইনি ব্যবস্হা দাবি জানিয়েছে ভুক্তভোগির পরিবার।