সৈয়দপুরে ব্যাগ কেটে ৩ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই
তপন দাস
নীলফামারী জেলা প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় আজ চলন্ত মোটরসাইকেল থেকে দশমাইল ফরিদা ফিলিং স্টেশনের ম্যানেজারের ব্যাগ কেটে ৩ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই করেছে একট সক্রিয় ছিনতাইকারী চক্র।
সৈয়দপুরের শহীদ ডাক্তার জিকরুল হক রোডের রুমা ফার্মেসীর সামনে এই ঘটনাটি ঘটে।
এবিষয়ে ফরিদা ফিলিং স্টেশনের ম্যানেজারের সাথে কথা হলে তিনি বলেন আমি একটি ব্যাগে করে আমার তেলের পাম্পের কালেকশন করা ৩ লাখ ৮০ হাজার টাকা নিয়ে দিনাজপুর হয়ে পার্বতীপুর তেলের ডিপোতে এসে কালেকশন করে সেই টাকা ডিপোতে জমা দেওয়া জন্য সৈয়দপুরে ডাচ্-বাংলা ব্যাংক এর শাখা অফিসে আসার পথে রুমা ফার্মেসীর সামনের একটি ফলের দোকানের সামনে এসে দেখি আমার ব্যাগ ফাকা কোন টাকা নেই ।
তিনি আরো বলেন যে পরে টাকা না পেয়ে আমি সৈয়দপুর থানায় গিয়ে একটি মামলা দায়ের করি
।
এদিকে সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত এর সাথে কথা হলে তিনি বলেন ছিনতাইয়ের শিকার হওয়া ব্যক্তি থানায় এসে মামলা দায়ের করলে আমরা দ্রুত সেই ঘটনাস্থলে যাই এবং আশে পাশের সিসিটিভি ফুটেজ আমরা চেক করছি এবং আমরা সেই টাকা উদ্ধার ও ছিনতাইকারীদের দ্রুত গ্রেপ্তার করার চেষ্টা করছি ।
Leave a Reply