সোনাতলায় পৃথক অভিযানে ওয়ারেন্টের দুই আসামি গ্রেফতার
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি |
1
বগুড়ার সোনাতলায় পৃথক দুই অভিযান চালিয়ে মাদক মামলার দুইজন ওয়ারেন্টের আসামিকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত ব্যক্তিরা হলো, উপজেলার পৌর এলাকার গড়ফতেপুর গ্রামের আতাউর রহমানের ছেলে মোঃ রাশেদ ইসলাম খোরশেদ ও উপজেলার দিগদাড় ইউনিয়নের শিহিপুর পশ্চিমপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে মোঃ আনোয়ার হোসেন। আটককৃতদের পরেরদিন সকালে বগুড়া জেল হাজতে প্রেরন করা হয়েছে।
জানাযায়, গত ১১’ই ডিসেম্বর শনিবার দুপুরে থানার চৌকস পুলিশ অফিসার এসআই সোহেল রানা গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সনিয়ে অভিযান চালিয়ে পৌর এলাকার গাজিপ্লাজার মোর থেকে ২০১৯ সালের মাদক মামলার ওয়ারেন্টের আসামি রাশেদ ইসলাম খোরশেদকে আটক করে।
অপরদিকে থানার আরো একজন চৌকস এএসআই আতিকুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে আরো একটি পৃথক অভিযান চালিয়ে ঐদিন সন্ধায় ২০১৭ সালের মাদক মামলার ওয়ারেন্টের আসামি আনোয়ার হোসেনকে তার নিজ বাড়ি থেকে আটক করে। অভিযান পরিচালনাকারি এসআই সোহেল রানা জানান, আটককৃত আসামিরা দির্ঘদিন গাঁ-ঢাকাদিয়ে পালিয়ে রয়েছিলো। কিন্তু অপরাধিরা যতো চেষ্টাই করুক অথবা যতো গোপনিয়তাই অবলম্বন করুকনাকেনো তারা কেওই আইনের উর্ধে নয়, একদিন অপরাধের সাস্তি তাদেরকে পেতেই হবে এবং আইনের হাতে তাদেরকে ধরা দিতেই হবে। সেইসাথে এটি বাস্তবায়নে সোনাতলা উপজেলার সকল জনসাধারনের নিরাপত্তা ও গোটা উপজেলাকে অপরাধমুক্ত করার লক্ষে সকল পুলিশ সদস্যদের সঠিক দিক নির্দেশনার মাধ্যমে থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম রেজা স্যার বিশেষ ভুমিকা পালন করে যাচ্ছেন বলেও জানান তিনি।
আরও জানাযায়, থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম রেজার নেতৃত্বে এসআই সোহেল রানা গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সনিয়ে গত ৭’ই ডিসেম্বর সন্ধায় উপজেলার পৌর এলাকার আগুনিয়াতাইড় মাগুরাপাড়া গ্রামের মোঃ আলমের বাড়িতে অভিযান চালিয়ে হেরোইন বিক্রয়ের সময় আলমের স্ত্রী হেলেনা বেগম ও ফারুক নামের একজন কাষ্টমারকে ১ গ্রাম হেরোইন সহ হাতেনাতে আটক করে। আটককৃতদের নামে মাদকদ্রব্য আইনে একটি নিয়মিত মামলা দায়ের করে বগুড়া জেল হাজতে প্রেরন করা হয়েছে বলেও থানা সুত্রে জানাযায়।
Leave a Reply