স্বরুপকাঠি পৌরসভায় নৌকার মাঝি হলেন গোলাম কবির
মো ফেরদৌস মোল্লা পিরোজপুর জেলা প্রতিনিধি
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পিরোজপুরের স্বরুপকাঠি পৌরসভায় আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য, স্বরুপকাঠি পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র গোলাম কবির ।
শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় তাকে চুড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
গোলাম কবির বলেন, আওয়ামী লীগের মূল ধারার রাজনীতির সঙ্গে তার নিবিড় যোগাযোগ রয়েছে সেই কারণে আওয়ামী লীগ সভাপতি, দেশরত্ন শেখ হাসিনা আমাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। আশা করি, জনগণও বিপুল ভোটে জয়ী করবে।
তিনি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তাঁকে ধন্যবাদ জানিয়েছেন।
প্রসঙ্গত, তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচন ৩০ জানুয়ারী হওয়ার কথা রয়েছে।