স্বাধীনতার মাসকে ঘিরে দি স্মাইলিং ফাউন্ডেশনের আয়োজনে স্বাধীনতা উৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
সৌমেন মন্ডল,রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী মহানগরীর শিশু থেকে শুরু করে তরুণ বয়স পর্যন্ত সকলকে নিয়ে এই স্বাধীনতা উৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়। যেখানে কয়টি ক্যাটাগরিতে খেলাধুলা হয়েছে। যার মূল উদ্দেশ্য ছিলো সকলকে স্বাধীনতার যে মর্মার্থ এবং সুস্থ সংস্কৃতি চর্চা সেই বিষয়টি বুঝানো ।
স্বাধীনতা উৎসবে দ্যা স্মাইলিং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ইরাম আজমাইন মুগ্ধ বলেন, এমন আয়োজনে শিশু কিশোররা ও তরুণেরা সংস্কৃতি চর্চায় উৎসাহিত হবে। সেই সাথে সমাজ পরিবর্তনে তারা বড় ভূমিকা রাখবে।
তিনি তার বক্তব্যে আরো বলেন , দ্যা স্মাইলিং ফাইন্ডেশন দীর্ঘদিন যাবৎ রাজশাহী শহরের বিভিন্ন এলাকায় পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করে যাচ্ছে। তারদের মধ্যে শিশুদের বেশি প্রাধান্য দেয়া হচ্ছে। এখানে তরুণ তরুণেরা এই শিশুদের বিনা পারিশ্রমিকে এই শিশুদের জন্য কাজ করে যাচ্ছে। আর এদের উৎসাহিত করার জন্যই এই আয়োজন।
সভ্যতার ক্রমবিকাশ আর আধুনিকতার ছোঁয়ায় বাংলাদেশের নিজেস্ব যে সংস্কৃতি রয়েছে তা হারিয়ে যেতে বসেছে। এই স্বাধীনতা উৎসবের মধ্যদিয়ে সকলের মধ্যে এই চেতনা জাগাবার জন্যই এই ব্যতিক্রমী উদ্যোগ বলে জানান আয়োজন কমিটি।
অনুষ্ঠান শেষে প্রতিযোগীদের সাথে কথা বললে তারা বলেন, এই আয়োজন সত্যি খুব প্রশংসনীয়। কারণ এই আয়োজনে এসে অনেক কিছু শিখতে পারলাম। যেখানে সকল কলেজ পড়ুয়া তরুণেরা এই আয়োজনে করেছে । সবাইকে অনেক ধন্যবাদ জানাই।
অপরদিকে একজন অভিভাবক বলেন দেশের পরিবর্তন আনতে এই তরুণদের প্রয়োজন। তাদের মধ্য দিয়েই এই সংস্কৃতি রক্ষা পাবে এবং তাদের মধ্য দিয়েই মানুষের বিবেক জাগ্রহত হবে । স্বাধীনতার যে শিক্ষা সেটিও তারা সকলের মাঝে ছড়িয়ে দিতে পারবে।
Leave a Reply