স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে নসকস এর তিন দিন ব্যাপি কর্মসূচি সম্পর্ন।
সোহেল মিয়াঃ স্বাধীনতার ৫০ বছর ও সূবর্ণ জয়ন্তী উপলক্ষে সুনামগঞ্জের দোয়ারাবাজারের নরসিংপুর সমাজ কল্যান সংস্থা (নসকস) এর তিন দিন ব্যাপি ক্রিড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পর্ন। ২৭ মার্চ শনিবার টিম লাল দল ও নীল দল নামে ইউনিয়ন থেকে বাছায়কৃত খেলোয়াড়দের নিয়ে দু’টি টিম তৈরি করে প্রীতি ক্রিকেট ম্যাচের মাধ্যমে তিনদিন ব্যাপী কর্মসূচি ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান সম্পর্ন হয়েছে।
পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্তিত ছিলেন–
নসকস এর সাবেক সভাপতি ও সিলেট বারের আইনজীবী এডভোকেট সিরাজুল ইসলাম, নসকস এর বর্তমান সভাপতি সফিকুল ইসলাম, নসকস এর সাবেক সভাপতি রফিকুর রহমান ও আবিদ রনি, নসকসের সহ-সেক্রেটারি তোফাজ্জল হোসাইন, নসকসের সদস্য আহমদ সাদী আজাদ।
এনসিএল এর চেয়ারম্যান ফয়জুল ইসলাম বকুল, এনসিএল এর স্থায়ী কমিটির সদস্য কয়েস আহমদ,আবুল হাসনাত
,নেওয়াজ শরিফ, সদস্য সচিব আমির হোসেন আমু প্রমুখ।
তিনদিন ব্যাপী কর্মসূচী গুলো–
২৫ মার্চ-
করোনা জনসচেতনতার লক্ষে ফ্রি মাস্ক বিতরণ-।
২৬ মার্চ:
উন্মুক্ত ক্রীড়া প্রতিযোগিতা।
২৭ মার্চ:
* প্রীতি ক্রিকেট ম্যাচ-
* “স্বাধীনতার প্রত্যাশা, প্রাপ্তি ও আগামীর বাংলাদেশ” শীর্ষক সেমিনার।
Leave a Reply