মোঃ ছিদ্দিক নিজস্ব প্রতিবেদক
শুক্রবার রাত ৮ টায় স্বাধীনতা ও সেনাবাহিনীর পদকপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল ফাতিমা কে ভার্চুয়াল আয়োজনে সম্মান জানিয়েছে বাংলাদেশের শিশুরা।
জানা গেছে, শিশুদের প্রথম আন্তর্জাতিক নেটওয়ার্ক চাইল্ড মেসেজ বাংলা বিভাগের জনপ্রিয় আয়োজন "শুনো আমাদের কথা 'য় আরও অংশ নিয়েছিলেন জার্মান ভিত্তিক আন্তর্জাতিক বার্তা সংস্থা ডয়েচ ভেলে'র সিনিয়র সাংবাদিক "হারুন উর রশিদ "।
আয়োজনে হার্ট সংক্রান্ত নানা বিষয় গাজীপুর কমার্স কলেজ শিক্ষার্থীরা জানতে চান প্রধান অতিথি বিগ্রেডিয়ার জেনারেল প্রোফেসর 'নুর নাহার ফাতেমা " কাছে৷প্রানবন্ত এই আয়োজনে সকল উত্তর দেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক।
আয়োজনে নতুন বাজেটে শিক্ষায় বরাদ্দ বিষয় জানতে চান এক শিক্ষার্থী আন্তর্জাতিক বার্তা সংস্থা ডয়েচ ভেলে'র সিনিয়র সাংবাদিক হারুন উর রশিদ কাছে জবাবে হারুন উর রশিদ বলেন, শিশু সহ শিক্ষার্থীরা দেশ গড়ার কারিগর তাদের শিক্ষায় বরাদ্দ বাড়ানো উচিৎ ছিলো সরকারের।
ধারাবাহিক ভার্চুয়াল এই আয়োজনে বিগ্রেডিয়ার জেনারেল প্রোফেসর " নুর নাহার ফাতেমা ' স্যালুট জানিয়ে সম্মান জানায় অংশ নেওয়া শিক্ষার্থীরা।
চাইল্ড মেসেজ নির্বাহী পরিচালক আরিফ রহমান শিবলী বলেন, ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অন দ্য রাইটস অব চাইল্ড থার্টিন বাস্তবায়নে এইভাবে সাহসের সঙ্গে কাজ করে যেতে চান তারা।