জিএম তারেক মনোয়ার সাতক্ষীরা জেলা প্রতিনিধি
দীর্ঘদিন পরে কোমলমতি শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত স্কুল প্রাঙ্গন। স্বাস্থ্যবিধি মেনে সরকারি নির্দেশনা মোতাবেক সারাদেশ ব্যাপী পাঠদান শুরু হয়েছে।তারই ধারাবাহিকতায় সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার পারুলিয়া মৃধাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন মুখোরিত হয়েছে কোমলমতি ছাত্র ছাত্রীদের আগমনে। উক্ত বিদ্যালয়ে সরকার কর্তৃক আরোপিত সকল স্বাস্থবিধি মেনে ক্লাস কার্যক্রম শুরু হয়েছে।স্কুলটির প্রত্যেক শিক্ষার্থীদের সামাজিক দূরুত্ব বজায় রেখে শরীরের তাপমাত্রা নির্ণয় করে ,সাবান পানি দিয়ে হাত ধোয়ার পরে ক্লাস রুমে প্রবেশ করানো হচ্ছে
এ বিষয়ে পারুলিয়া মৃধা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইয়াছিন আলী এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা সরকার কর্তৃক সকল আরোপিত বিধি মোতাবেক ক্লাস কার্যক্রম পরিচালনা করছি, প্রত্যেক ছাত্র-ছাত্রীদেরকে ক্লাসরুমে প্রবেশ করানোর পূর্বে সকলকে সাবান পানি দিয়ে হাত ধৌত করানোর পর প্রত্যেক ছাত্রছাত্রীর কে শারীরিক তাপমাত্রা পরীক্ষা করানো হচ্ছে এবং ক্লাসরুমে শারীরিক দূরত্ব বজায় রাখা হচ্ছে। ক্লাস রুমে প্রতি বেঞ্চে একজন করে জেড আকৃতিতে শিক্ষার্থীদের বসানো হয়েছে। এছাড়াও তিনি আরো বলেন স্কুল কর্তৃপক্ষ প্রত্যেক ছাত্র-ছাত্রীদের মাঝে তিন লেয়ার বিশিষ্ট মাক্স বিতরণ করা হয়েছে এবং সাবান পানি দিয়ে হাত ধৌত করার জন্য স্বাস্থ্য সম্মত জায়গা তৈরি করা হয়েছে। শিক্ষার্থীদের স্কুল খোলা নিয়ে প্রশ্ন করা হলে শিক্ষার্থীরা বলেন অনেকদিন পর আমরা ক্লাস রুমে ফিরতে পেরেছি এজন্য তাঁরা বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে । তারা আরো বলেন আমরা স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করতে পেরে অনেক খুশি