স্বাস্থ্যবিধি মেনে ভান্ডারিয়ায় নতুন বই বিতরণ করা হয়েছে
মোঃ ফেরদৌস মোল্লা পিরোজপুর জেলা প্রতিনিধি
মহামারি করোনাভাইরাসের কারণে এ বছর বই উৎসব হচ্ছে না। স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেয়া হয় সরকারের পক্ষ থেকে। তাই ভান্ডারিয়ায় স্বাস্থ্যবিধি মেনে, মাস্ক পড়ে সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত পরিসরে শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে।
নতুন বছরের প্রথম দিন শুক্রবার (১ জানুয়ারি) ভান্ডারিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোনো উৎসবের আমেজ না থাকলেও শিক্ষার্থীদের অভিভাবকদের হাতে বই তুলে দেওয়া হয়েছে। সকালে উপজেলা ৬৭নং নিজ ভান্ডারিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যবই বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের এস এম সির সভাপতি ও উপজেলা যুবলীগের সিনিয়র সহ- সভাপতি গিয়াস উদ্দিন লিটন পেশকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা অওয়ামীলীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু, সাবেক সদর ইউপি চেয়ারম্যান ও জাতীয় পার্টি জেপির উপজেলা যুগ্ম আহবায়ক গোলাম সরওয়ার জমাদ্দার, উপজেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিন খলিফা, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সেট্রক্টর মোঃ শাহ নেওয়াজ, ভান্ডারিয়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনিচুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার হিমাদ্রী শেখর দেবনাথ, মোঃ হারুন উর রশিদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রাজ্জাক প্রমূখ।
সূত্রে জানা যায় ভাণ্ডারিয়া পৌরসভাসহ উপজেলার বাকি ছয়টি ইউনিয়নের সরকারি ১৬৫টি, বুদ্ধি প্রতিবন্ধী এবং বেসরকারিসহ প্রায় ২০০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীরা পেয়েছে নতুন বই। এবং মাধ্যমিকে ৩৮টি স্কুল, ৩৮টি মাদ্রাসা এবং একটি টেকনিক্যাল স্কুল সহ ৭৭টি স্কুলে শুধু ৭ম শ্রেণির শিক্ষার্থীরা পাবে নতুন বই।