মোঃ জাকির হোসেন জুড়ী( মৌলভীবাজার) প্রতিনিধিঃ
গত শনিবার মৌলভীবাজারের জুড়ী-কুলাউড়া সড়কের রামপাশা এলাকায় জুড়ী সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও উপজেলা স্কাউটের কোষাধ্যক্ষ কবির উদ্দিন আহমদ সিএনজি দুর্ঘটনায় মারাত্মক আহত হন।
আহতবস্থায় তাঁকে সড়কের পাশে ফেলে সিএনজি নিয়ে চালক পালিয়ে যায়।
গুরুতর আহতবস্থায় তাঁকে সিলেট ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায়,দুর্ঘটনাকারী চালকের পরিচয় নিশ্চিত করে গ্রেফতারের দাবি জানিয়ে সোমবার ৩০ আগস্ট দুপুর সাড়ে ১২ টায় মাধ্যমিক শিক্ষক সমিতি এক মানববন্ধন করে জুড়ী বিজিবি ক্যাম্প চত্বরে।
আজ বুধবার ১ সেপ্টেম্বর, উন্নত চিকিৎসার জন্য তাঁকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হলে,পথিমধ্যে মাধবপুর নামক এলাকায় রাত ৮টার দিকে তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।
দুর্ঘটনার ৫ম দিন তাঁর মৃত্যু হলেও এ পর্যন্ত চালক ও সি এনজির কোনো পরিচয় মেলেনি।
শিক্ষক কবির উদ্দিন আহমদ এর বাড়ী উপজেলার দক্ষিণ জাঙ্গিরাই গ্রামের ষাটশলাবাড়ী।