সড়ক দুর্ঘটনায় নীলফামারীর ডোমারে ২ কৃষি শ্রমিকের মৃত্যু, আহত- ৭
নুরল আমিন নীলফামারী বিশেষ প্রতিনিধি নীলফামারীঃ
নীলফামারীর ডোমার থেকে মাইক্রোবাসে শ্রমিক নিয়ে নওগাঁর আত্রাই যাওয়ার পথে এক সড়ক দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে জয়পুরহাট-হিলি সড়কের জিয়ার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে একজন মারা যান এবং চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়েছে।
এছাড়াও গুরুতর আহত হয়ে ছয়জন পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহতরা হলেন ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউপির ময়দান পাড়ার মতিউর রহমানের ছেলে রবিউল ইসলাম ও আব্দুল খালেকের ছেলে নুর বখশ। আহতরা হলেন, একই এলাকার নুর হোসেনের ছেলে (মাইক্রোবাস চালক) সুরুজ্জামান, আবু কাশেমের ছেলে নুরু হক, আমির উদ্দিনের ছেলে রফিকুল, আব্দুল হকের ছেলে জিয়াউল, মনির উদ্দিনের ছেলে দুলাল ও চালকের সহযোগী নয়ন ইসলাম।
ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন নিহত একজনের লাশ দাফন করা হয়েছে। অপরজনের লাশ নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে।
ইউএনও শাহিনা শবনম জানান, খবর পেয়ে বুধবার নিহত ও আহতদের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নিহত ও আহতদের পরিবারকে সহযোগিতা করা হবে।
Leave a Reply