হতদরিদ্র জনসাধারণের মাঝে রাঙামাটি বিজিবি’র ত্রান সামগ্রী বিতরণ
।।মাহাদী বিন সুলতান।।
রাঙামাটি সেক্টর সদর দপ্তর বিজিবি’র ব্যবস্থাপনায় হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (৩রা মে) বিদ্যানন্দ ফাউন্ডেশন এর সহযোগিতায় বীরশ্রেষ্ঠ মূন্সী আব্দুর রউফ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন, রাঙামাটি সেক্টর কমান্ডার কর্ণেল শহীদুর রহমান (ওএসপি, পিএসসি)।
এসময় বিজিবি সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত লজিষ্টিক অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্বাস্থ্যবিধি মেনে ৭০টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, আটা, ছোলা, লবন ও চিনিসহ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
Leave a Reply