রামকৃষ্ণ তালুকদার হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জের আজমিরীগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী’র নেতৃত্বে “টিম আজমিরীগঞ্জ থানার” অভিযানে ১৭/০৫/২০২৩ খ্রিঃ দুপুর ১২.৩০ ঘটিকার সময় আজমিরীগঞ্জ বাজারে একটি দোকানে ইয়াবা সেবন এবং ক্রয়-বিক্রয়ের সময় আসামী ১। গৌতম কুমার বনিক (৪৯) পিতা- নিখিল চন্দ্র বনিক, সাং- সরাপনগর (গঞ্জেরহাটি) ২। জুনায়েদ আহমেদ (৪৮) পিতা- নাছির উদ্দিন, সাং- আজিমনগর (মুন্সিহাটি) ৩। আতাউর রহমান (৩৫) পিতা- মৃতঃ নুর উদ্দিন মিয়া, সাং- শরীফনগর, সর্ব আজমিরীগঞ্জ পৌরসভা, থানা- আজমিরীগঞ্জ, জেলা- হবিগঞ্জদের গ্রেফতার করা হয়। এসময় বাজারের লোকজন জড়ো হয়। আসামীদের দেহ তল্লাশী করে তাদের দখল হইতে ৮৫পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রয়ের নগদ ১০,৮০০/- টাকা এবং ইয়াবা বিক্রয়ের পরিবহনকাজে ব্যবহৃত আসামী গৌতম কুমার বনিক এর একটি হোন্ডা মটরসাইকেল জব্দ করা হয়। আসামরা পূর্বেও মাদকের মামলায় জেল খাটে। আসামীরা পেশাদার মাদক ব্যাবসায়ী। গোপনে মাদক ব্যাবসা করলেও “টিম আজমিরীগঞ্জ থানার” জালে ধরা পড়ে এই মাদক কার
ব্যাবসায়ীরা। বাজার ব্যবসায়ী সহ স্থানীয় লোকজন “টিম আজমিরীগঞ্জ থানাকে” ধন্যবাদ জানিয়েছেন। মাদকের ব্যাপারে তথ্য দিন, আপনার দেওয়া তথ্য গোপন থাকবে। তাৎক্ষনিক মাদকের বিরুদ্ধে অভিযান চলবে। মাদক সেবনকারী ও বিক্রেতা যেই হোক সে সমাজের অনিষ্ট সাধনকারী ও শত্রু।
যেকোন অপরাধের ব্যাপারে তথ্য দিন, সমাজকে অপরাধমুক্ত রাখতে এগিয়ে আসুন। বলেছেন আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ( ওসি) মোঃ মাসুক আলী।
Leave a Reply