রামকৃষ্ণ তালুকদার হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ ২৫/৫/২০২৩খ্রি. হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন, হবিগঞ্জে জেলা প্রশাসন, হবিগঞ্জ এর আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমি, হবিগঞ্জ ও জেলা নজরুল একাডেমি, হবিগঞ্জ এর সহযোগিতায় জাতীয় কবি নজরুল ইসলাম এঁর ১২৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক ইশরাত জাহান। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ হবিগঞ্জ এর প্রধান নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম, মেয়র, হবিগঞ্জ আতাউর রহমান সেলিম, বিশিষ্ট কবি ও সাহিত্যিক তাহমিনা বেগম গিনি, নজরুল একাডেমির সিলেট বিভাগীয় সমন্বয়ক আব্দুল আউয়াল তালুকদার প্রমূখ। এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আজহারুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আয়েশা আক্তার, পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইশরাত জাহান দ্রোহ ও প্রেমের কবি কাজী নজরুল ইসলামের জীবনের বিভিন্ন পর্যায় নিয়ে কথা বলেন এবং উপস্থিত শিক্ষার্থীদের পড়াশোনা ও জ্ঞানচর্চার মাধ্যমে উত্তম জীবন গঠনের জন্য উৎসাহিত করেন৷
Leave a Reply