জিহাদ হোসেন রাহাত।
লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রায়পুরে অনলাইনে বসেছে গরুর হাট, সাড়া পড়েছে জনমনে। করোনার এই ক্রান্তিলগ্নে এসে যখন সারা বিশ্ব স্তব্ধতার চাদরে ঢাকা পড়েছে। যখন দেশে চলছে শাটডাউন-লকডাউন ঠিক সেই মুহুর্তে দাঁড়িয়ে রায়পুরের কিছু উদ্যোক্তা নিয়েছেন ব্যতিক্রমি এই উদ্যোগ। ফেসবুক প্লাটফর্ম "রায়পুর গরু বাজার" পেইজের মাধ্যমে বিক্রি করছেন মানসম্মত দেশি-বিদেশি উন্নত জাতের গরু।
দাম নয় উদ্যোক্তারা প্রাধান্য দিয়েছেন গুনগতমানে। অনলাইনে এই প্লাটফর্ম হওয়ার পর পরই ব্যাপক সাড়া পড়েছে রায়পুরের মুসলিম জনসাধারণের মধ্যে। হঠাৎই জনপ্রিয় হয়ে উঠেছে "রায়পুর গরু বাজার" প্লাটফর্ম। জনপ্রিয় হওয়ায় আগের তুলনায় বিক্রি বেড়েছে কয়েকগুন।
মুলত রায়পুরের মানুষের করোনাকালিন ঘর থেকে বের হয়ে স্বাস্থ্যঝুঁকি হবে এমন ভাবনা থেকেই অনলাইনে তৈরি হয়েছে "রায়পুর গরু বাজার " প্লাটফর্ম এই মর্মে নিশ্চিত করেছেন এক উদ্যোক্তা।