হাটহাজারীতে ব্যাটারিচালিত রিক্সা বন্ধের অভিযান।
মোঃ আবু তৈয়ব. হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ নিষিদ্ধ ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাটহাজারীতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) পৌর এলাকার কবির চেয়ারম্যান ঘাটা এলাকায় অভিযানে চারটি গ্যারেজ হতে ৫৯ টি ব্যাটারি এবং ৪৯ টি চার্জার জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমীন এর নির্দেশনায় হাটহাজারী মডেল থানা পুলিশ ও হাটহাজারী পৌরসভার সহযোগিতায় এসিল্যান্ড শরিফ উল্লাহ্ এই অভিযান চালান।
অভিযানকালীন (সরকারি কাজে) বাঁধা প্রদানের চেষ্টার অপরাধে স্থানীয় আজমকে ১৫ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
প্রশাসন সূত্রে জানা যায়, গ্যারেজের মালিক মো. আজম ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় লোকজন নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপর হামলা করতে উদ্যত হওয়ায় এবং সরকারি কাজে ব্যাপক বাধা সৃষ্টি করার অপরাধে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।