হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় ঝড়ে গেল এক যুবকের প্রাণ
মোঃ আবু তৈয়ব. হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চটগ্রাম জেলার বৃহত্তর হাটহাজারী উপজেলার হাটহাজারী রাঙ্গামাটি মহাসড়ক এলাকায় হাটহাজারী বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি বিশিস্ট ব্যবসায়ী ও কনক কমিনিউটি সেন্টারের সত্বাধিকারী আবুল কালাম কনকের ছোট ছেলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হোসেন তারেক বাপ্পা (২৪) নিহত হয়েছে ও আহাদ নামের একজন গুরুতর আহত হয়েছে। শুক্রবার(১৮ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে হাটহাজারীর অংশে রাঙ্গামাটি মহাসড়কের সত্তারঘাট এলাকার গড়দুয়ারা মোড়ে এ দুর্ঘটনা সংগঠিত হয়। দুর্ঘটনা কবলিত কার গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই বাপ্পা নিহত হয় তার খালাতো ভাই আহাদ গুরুতর আহত হয়। খবর পেয়ে মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ও দুর্ঘটনা কবলিত গাড়ি থানা হেফাজতে নিয়ে আসে। গাড়িতে থাকা খালাতো ভাই আহাদকে চট্টগ্রাম শহরে একটি বেসরকারী হাসপাতালে আইসিউতে ভর্তি করা হয়।
সুত্রে জানা যায়, পার্শ্ববর্তী রাউজানে বিয়ের অনুষ্ঠান শেষে রাতে নিজস্ব গাড়ি করে বাড়ি ফেরার পথে সত্তারাঘাট ব্রিজের পরে গড়দুয়ারা সড়ক মোড়ে রাস্তার পাশে থাকা একটি বাসের সাথে ধাক্কা লেগে কারটি দুমড়ে মুচড়ে যায়।এতে বাপ্পার শরীরের বিভিন্ন অংশ থেকে প্রচুর রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। গুরুতর আহত আহাদকে উদ্ধার করে আইসিউতে ভর্তি করা হয়। নিহত বাপ্পা মেখল ইউনিয়নের পশ্চিম মেখল ডাঃ আবদুর রশিদের বাড়ীর বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবুল কালাম (কনক)'র ২য় পুত্র। বর্তমানে কলেজ গেইট পশু হাসপাতালের পাশে কনক বিল্ডিংয়ে থাকে।
হাটহাজারী মডেল থানার অপারেশন অফিসার তৌহিদুল করিম সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল থেকে গাড়ি উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে, পরবর্তী আইনানুগত ব্যবস্থা গ্রহন করা হবে।