হাটহাজারীর ওমান প্রবাসী অজিত চন্দ্র শীল আর নেই !
হাটহাজারীর ওমান প্রবাসী অজিত চন্দ্র শীল (৫৫)পরলোক গমন করেছেন।
রবিবার (২৪ জানুয়ারী) বিকাল সাড়ে চারটার দিকে তিনি ওমানের রাজধানী মাস্কাটের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভোগা অজিত শীল রবিবার বিকালের দিকে হঠাৎ অসুস্থতা অনুভব করলে চিকিৎসার জন্য নিউ পাঞ্জা হসপিটালে যান। সেখানে চিকিৎসক কে সমস্যার কথা বলতে বলতে নিজেই বেডে শুয়ে পড়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। সাথে সাথে চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। অজিত চন্দ্র শীল দীর্ঘদিন ওমানের হামেরিয়ার লাল সবুজ হোটেলের দক্ষিন পাশে একটি সেলুনের দোকানের স্বত্বাধিকারী ছিলেন।
পরে তিনি হামেরিয়ার দোকান বিক্রী করে রুই এলাকায় গিয়ে সেলুনের দোকান চালু করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
চট্টগ্রাম সমিতি ওমানের সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ নেজাম উদ্দীন জানান,বর্তমানে প্রয়াত অজিত চন্দ্র শীলের মরদেহ মাস্কাটের একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। প্রযোজনীয় প্রক্রিয়া শেষে ৪/৫ দিনের মধ্যে প্রয়াত অজিত চন্দ্র শীলের লাশ দেশে নিয়ে যাওয়া হবে বলে সূত্রে জানা গেছে।
প্রয়াত অজিত চন্দ্র শীলের গ্রামের বাড়ী হাটহাজারী উপজেলার গুমানমর্দণ ইউনিয়নে হলেও তিনি হাটহাজারী পৌর সদরের বাসস্ট্যান্ডের পশ্চিমের বাড়ইপাড়াতে জায়গা ক্রয় করে বাড়ী তৈরী করে সেখানেই দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন বলে জানা যায়।
এদিকে চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি সিআইপি মোহাম্মদ ইয়াছিন চৌধুরী প্রয়াত অজিত চন্দ্র শীলের বিদেহী আত্মার সদগতি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
তথ্যসূত্রঃ- হাটহাজারী অনলাইন প্রেসক্লাব।
Leave a Reply