নুরল আমিন বিশেষ প্রতিনিধিঃ
নীলফামারী সদর উপজেলার উত্তরাশশী হাবিবিয়া দাখিল মাদ্রাসায় গোপনে ম্যানেজিং কমিটি গঠনের পায়তারা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষিপ্ত এলাকাবাসী, অবিভাবক ও ছাত্র-শিক্ষকরা গতকাল রবিবার মাদ্রাসার সামনে মানববন্ধন করেছেন। জানা গেছে, মাদ্রাসা সুপার ঈমান উদ্দিন ও এডহক কমিটির সভাপতি যোগসাযোশে অত্যন্ত গোপনে সব নিয়মনীতি উপেক্ষা করে ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছেন। অভিভাবকরা অভিযোগ কলে বলেন, করোনা কালীন সময়ে যখন মাদ্রাসায় শিক্ষাথর্ীর উপস্থিতি কম ঠিক তখন সম্পূনর্ন পরিকল্পিত ভাবে মনগড়া ভোটার তালিকা তৈরি করে শ্রেণি কক্ষে কমিটি গঠনের কোন প্রকার নোটিশ না দিয়ে এমনকি মাদ্রাসার নোটিশ বোর্ডেও বিজ্ঞপ্তি না সাটিয়ে অত্যন্ত চৌতুরতার সাথে কমিটি গঠনের জন্য সব আয়োজন সম্পনর্ন করেছেন মাদ্রাসা সুপার। ঘটনাটি জানাজানি হয়ে গেলে ছাত্র-শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি লিখিত ভাবে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সকলকে জানানোর পরেও কমিটি গঠন প্রক্রিয়া অব্যাহত থাকায় মানববন্ধনে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। এ বিষয়ে মাদ্রাসা সুপার ঈমান উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, নিয়ম মেনে কমিটি গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে।