মোংলা প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহারকে পুনরায় মোংলা-রামপালে (বাগেরহাট-০৩আসন) মনোনয়ন দেয়ার দাবীতে কয়েক হাজার নারী-পুরুষ বিশাল মানববন্ধন এবং সমাবেশ করেছেন। সোমবার (১৬অক্টোবর) বিকেলে মোংলা-খুলনা মহাসড়কের জিরো পয়েন্ট এলাকায় অনুষ্ঠিত এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করেন বাগেরহাটের রামপাল উপজেলা মহিলা আওয়ামী লীগ।
এ সময় ধর্ম-বর্ণ নির্বিশেষ হাজার হাজার নারী-পুরুষের উপস্থিততে জিরো পয়েন্টের প্রায় ৪কিলোমিটার এলাকা ছাপিয়ে যায় এ মানববন্ধনে।
পরে সমাবেশে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আব্দুর রউফ, রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হক লিপন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, হুঁড়কা ইউপি চেয়ারম্যান তপন কুমার গোলদার, গৌরম্ভা ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন ও বাইনতলা ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ ফকিরসহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, টানা তিনবারে হাবিবুন নাহার এমপি ও উপমন্ত্রী থাকাকালীন এ এলাকার মানুষ শান্তিতে বসবাস করছেন। তার আগে তালুকদার আব্দুল খালেক এমপি থাকাকালীনও একই পরিবেশ বজায় ছিল। এই পরিবারের বাহিরে এখানে কেউকে মনোনয়ন দেয়া হলে শান্তিপূর্ণ পরিবেশ নষ্টসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাবে। তাই মোংলা-রামপালে হাবিবুন নাহারের বিকল্প নাই উল্লেখ করে তারা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহারকে পুনরায় মনোনয়ন দিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণসহ তার কাছে আকুল আবেদন ও অনুরোধ জানান মানববন্ধন-সমাবেশের হাজার হাজার নেতা-কর্মী-সমর্থকেরা।
Leave a Reply