১১ নং ওয়ার্ড থেকে আবারো দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হলেন মোঃ সানোয়ার হোসেন সরকার ।
মোঃ মোস্তফা কামাল আপন ব্যুরোপ্রধান রংপুর ডিভিশন
দিনাজপুর পৌরসভা নির্বাচনে বেসরকারী ফলাফলে ১২ জন পুরুষ কাউন্সিলরের মধ্যে ৫ জন উট পাখি প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন। আর সংরক্ষিত আসনের ৪ জন কাউন্সিলরের মধ্যে ৪ জনই আনারস প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন।
শনিবার রাত সাড়ে ১০টায় জেলা নির্বাচন অফিস থেকে ঘোষিত বেসরকারী ফলাফলে বিজয়ী ১২ জন কাউন্সিলরের মধ্যে ১নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন মোঃ জুলফিকার আলী স্বপন (গাজর) প্রতিক, ২নং ওয়ার্ডে কাজী আশরাফুজ্জামান বাবু (উটপাখি) প্রতিক, ৩নং ওয়ার্ডে মোঃ আব্দুল্লাহ (উটপাখি) প্রতিক, ৪নং ওয়ার্ডে মোঃ আব্দুল হানিফ দিলন (উটপাখি) প্রতিক, ৫নং ওয়ার্ডে একেএম মাসুদুল ইসলাম মাসুদ (উটপাখি) প্রতিক (দ্বিতীয়বার নির্বাচিত), ৬নং ওয়ার্ডে মোঃ জাহাঙ্গীর আলম ডালিম) প্রতিক (পঞ্চমবার নির্বাচিত), ৭নং ওয়ার্ডে মোঃ রেহাতুল ইসলাম খোকা (উটপাখি) প্রতিক (তৃতীয়বার নির্বাচিত), ৮নং ওয়ার্ডে মোঃ মতিউর রহমান বিপ্লব (ব্রিজ) প্রতিক, ৯নং ওয়ার্ডে মোঃ আবু তৈয়ব আলী দুলাল, (উটপাখি) প্রতিক (চতুর্থবার নির্বাচিত), ১০নং ওয়ার্ডে মোঃ মামুনুর রশীদ মামুন (ব্লাকবোর্ড) প্রতিক, ১১নং ওয়ার্ডে মোঃ সানোয়ার হোসেন সরকার (পাঞ্জাবী) প্রতিক ও ১২নং ওয়ার্ডে মুরাদ আহম্মেদ (টেবিল ল্যাম্প) প্রতিক (দ্বিতীয়বার নির্বাচিত)।
সংরক্ষিত আসনের ৪টি কাউন্সিলরের মধ্যে সবক’টিতেই আনারস প্রতিকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বিজয়ী প্রার্থীরা হলেন-১, ২ ও ৩নং ওয়ার্ডে মোছাঃ হাসিনা বেগম (আনারস) প্রতিক, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে মোছাঃ মাকসুদা পারভীন মিনা (আনারস) প্রতিক (দ্বিতীয়বার নির্বাচিত), ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে শাহিন সুলতানা বিউটি (আনারস) প্রতিক (তৃতীয়বার নির্বাচিত) ও ১০, ১১ ও ১২নং ওয়াার্ডে মোছাঃ মাজতুরা বেগম পুতুল (আনারস) প্রতিক (তৃতীয়বার নির্বাচিত)।
উল্লেখ্য, ১৬ জানুয়ারী শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমূখর পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে দিনাজপুর পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। গননা শেষে রাত সাড়ে ১০টায় দিনাজপুর জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ শাহিনুর ইসলাম প্রামানিক বেসরকারী এই ফলাফল ঘোষণা করেন। এবারে দিনাজপুর পৌরসভায় ৫২ দশমিক ২২ শতাংশ ভোট পড়েছে। মোট ১ লাখ ৩০ হাজার ৮০৩ জন ভোটারের মধ্যে ৭৪ হাজার ৮৫৩ জন ভোটার ভোট প্রদান করেন।