**১৪১তম চুরির সময় ধরা পড়ল স্বাধীন
জামিরুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধি
মোবাইল চুরি দিয়ে শুরু। এরপর শুরু হয় দিনাজপুর, গাইবান্ধা ও জয়পুরহাটের বিভিন্ন এলাকায় শিল্প ও সেচ মিটার চুরি। সে মিটারের জায়গায় একটি চিরকুটে মোবাইল নম্বর লিখে রেখে আসত একটি চক্র। সে নম্বরে কল দিয়ে মোটা অঙ্কের টাকা বিকাশ করলেই মিলতো সে মিটারের সন্ধান।
এমনই এক মিটার চোর চক্রের মূলহোতা ইমতিয়াজ মণ্ডল স্বাধীনকে (৩০) আটক করেছে দিনাজপুর পুলিশ। বুধবার (২৭ মে) দুপুরে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শহরগাছী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
তিনি উপজেলার পিয়ারাপুর গ্রামের রিয়াজ উদ্দিন মণ্ডলের ছেলে। এ সময় তার কাছে থেকে সিমকার্ডসহ চুরি করা দুটি মোবাইল উদ্ধার করা হয়।
এ ঘটনায় দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর রানীগঞ্জ জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) আব্দুল মোত্তালেব বাদী হয়ে আটক স্বাধীনসহ দুইজনের নাম উল্লেখ করে ঘোড়াঘাট থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান বলেন, আটকের পর অভিযুক্ত ইমতিয়াজ মণ্ডল স্বাধীন মিটার চুরির কথা স্বীকার করেছেন। সর্বশেষ গত মঙ্গলবার (২৫ মে) দিবাগত রাতে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রাধাবাড়ী গ্রামের হাকিম মণ্ডলের সেচ পাম্পের মিটার চুরি করেন তিনি। পরে আটক স্বাধীনের দেয়া তথ্যমতে অভিযান চালিয়ে উপজেলার রাধাবাড়ী গ্রামের রাস্তা সংলগ্ন একটি খড়ের পালা থেকে চুরি হওয়া মিটারটি উদ্ধার করে পুলিশ।
মামলার বাদী আব্দুল মোত্তালেব বলেন, গত তিন মাসে শুধুমাত্র ঘোড়াঘাট উপজেলা থেকে প্রায় ৪০টি মিটার চুরির ঘটনা ঘটেছে। মিটার চুরি করে চক্রটি একটি মোবাইল নম্বর লিখে রাখে। ওই নম্বরে কল করলে টাকা দাবি করে চক্রটি। মামলায় ভুক্তভোগী ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ১৪০টি মিটার চুরি করেছে বলে আটক স্বাধীন জানিয়েছেন। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। সেখানে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। এ মামলায় পলাতক অপর আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।