নুরল আমিন বিশেষ প্রতিনিধিঃ
ভারত থেকে বাংলাদেশে নুরী পাথর আসা ১৪ দিন বন্ধ থাকার পর আজ ২য় দিনে ১৭টি ওয়াগন নুরী পাথর এলো হলদিবাড়ি রেলপথ দিয়ে প্রবেশ করলো চিলাহাটিতে।
মঙ্গলবার (৩১আগষ্ট) দুপুর ২টায় ৭ম দফায় ১৭টি ওয়াগন নুরী পাথর নিয়ে ভারতীয় ইঞ্জিনে প্রবেশ করে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি রেলস্টেশনে।
চিলাহাটি রেলস্টেশন মাস্টার আশরাফুল ইসলাম জানান,সর্বশেষ ১৫আগষ্ট ১৭টি ওয়াগনে আনা হয়েছিল নুরী পাথর। এসব পাথরের ওয়াগন গুলো চিলাহাটি থেকে সৈয়দপুর রেলস্টেশনের লুপলাইনে রাখা হয়। সেখানে নুরী পাথরের ওয়াগন গুলো খালাশ করার সময় লুপলাইন ক্ষতিগ্রস্থ হলে ভারত থেকে আমদানী বন্ধ থাকে। লুফলাইন টি মেরামত করে ঠিকঠাক হওয়ায় ১৪ দিন পর আবারো পাথর আসা শুরু করে। সোমবার ৬ষ্ঠ দফায় এসেছিল ৪০টি ওয়াগন নুরী পাথর, আজ মঙ্গবার ১৭টি ওয়াগনে নুরী পাথর নিয়ে প্রবেশ করে ভারতীয় ইঞ্জিনে চিলাহাটি রেলস্টেশনে। প্রতিটি ওয়াগনে ৫৭.২ মেট্রিক টন পাথর রয়েছে।
এই পাথর গুলো আমদানী করে দিনাজপুরের হিলি খান এ্যান্ড সন্স ও রাজশাহীর শুভ এন্টারপ্রাইজ। বাংলাদেশের ইঞ্জিনে টেনে নিয়ে গিয়ে নীলফামারীর সৈয়দপুর রেলস্টেশনে লুফলাইনে এই নুরী পাথর গুলো খালাশ করা হবে।
Leave a Reply