মোঃ জহুরুল ইসলাম সৈকত, বগুড়া প্রতিনিধিঃ-
আজ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন ‘জাগো বগুড়া’র আয়োজনে, রবিবার (১৫ই আগস্ট) দুপুরে বগুড়ার সাতমাথায় ফ্রি ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ফয়সাল ডিপু, তিনি বলেন অসহায় মানুষের জীবন বাঁচাতে যুব সমাজ কে রক্ত দানে এগিয়ে আসতে হবে, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাগো বগুড়ার অয়োজনে ফ্রী ব্লাড গ্রুপিং ব্লাড ডোনেট এবং বৃক্ষ রোপণ কর্মসূচি আয়োজন করা হয়েছে।
এসময় ব্লাড ডোনেট করেন জাগো বগুড়ার যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্র লীগ নেতা আহসান গালিব প্লাবন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ।
জাগো বগুড়া সভাপতি আতিক রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজাবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পরিমল রাজ, বিজয় টিভি জেলা প্রতিনিধি তানজিজুল স্মরণ, শ্রমিক লীগ নেতা ছানাউর রহমান শোভন, জাগো বগুড়ার সাঃ সম্পাদক ওয়াফিক শিপলু, যুগ্ন-সম্পাদক আহসান হাবিব প্লাবন, মহিলা বিষয়ক সম্পাদক বন্যা পারভেজ প্রমুখ। পুরো অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জাগো বগুড়ার প্রাণ খ্যাত অর্থ সম্পাদক মোঃ হাসিবুল হাসান আরিফ সহ সংগঠনের স্বেচ্ছাসেবক বৃন্দ।
Leave a Reply