বায়জিদ হোসেন, মোংলা (বাগেরহাট):
মোংলা বন্দর চ্যানেলে দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ওয়েল ট্যাঙ্কারের ১৬ নাবিককে উদ্ধার করেছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অধিনস্ত জাহাজ বিসিজিএস মুনসুর আলী। এসময় উদ্ধার কাজে সহায়তা করে কোস্টগার্ডের বিসিজি দুবলা ও বিসিজি কোকিলমনি স্টেশানের দুটি উদ্ধারকারী দল। কোস্টগার্ড পশ্চিম জোন সুত্রে জানা গেছে,
শনিবার (১৮ ডিসেম্বর) আনুমানিক সকাল ৯ টায় ‘এমটি মনোয়ারা’ নামের একটি তেলের ট্যাঙ্কার বন্দর চ্যানেলের ১৫ নম্বর বয়ার (জুলফিকার চ্যানেল) অদূরে গ্রাউন্ডিং করলে ওয়েল ট্যাঙ্কারটির সম্মুখভাগে ক্ষতিগ্রস্থ হয় এবং ব্যালাস্ট ট্যাংক এ ফ্লাডিং এর সূত্রপাত ঘটে। অতপর উক্ত ট্যাংকারটি ভিএইহচএফ চ্যানেলে ডিস্ট্রেস কল প্রদান করে। ওয়েল ট্যাংকারটি গত ১৭ ডিসেম্বর শুক্রবার সকাল ১০ টায় চট্রগ্রাম হতে ১৬ জন ক্রুসহ ১৫০০ টন ফার্নিশ তেল নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা করে। ডিস্ট্রেস কল পাওয়া মাত্রই কোস্টগার্ড জাহাজ বিসিজিএস মনসুর আলী অতি দ্রুত উদ্ধার অভিযানের জন্য হারবাড়িয়া হতে দূর্ঘটনা কবলিত ওয়েল ট্যাংকারের দিকে গমন করে। এরই মধ্যে বিসিজি আউটপোস্ট দুবলা ও বিসিজি স্টেশান কোকিলমনি থেকে ০২টি উদ্ধারকারী দল, বোট ও সাবমার্সিবল পাম্পসহ ঘটনাস্থলের দিকে রওনা দেয় এবং অতিদ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করে । কোস্ট গার্ড সদস্যের সহায়তায় জাহাজটির সম্মুখে সাবমার্সিবল পাম্পের মাধ্যমে জরুরি ভিত্তিতে ডিফ্লাডিং আরম্ভ করা হয়। এসময় জাহাজে থাকা ১৬ জন নাবিককে উদ্ধার করা হয়। জাহাজের ১৬ জন নাবিক শারীরিকভাবে সুস্থ আছে। এছাড়াও কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা বন্দর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে ট্যাঙ্কার হতে তেল আনলোডের জন্য বন্দর কর্তৃপক্ষ একটি উপযুক্ত খালি ট্যাংকার প্রেরণ করবে বলে জানা গেছে।
Leave a Reply