মোঃ জাকির হোসেন (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
সামনেই ঘনিয়ে আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচন আর এই নির্বাচনকে ঘিরে প্রতিটা ওয়ার্ড এর প্রার্থীরা হয়ে আছে জাগ্রত।কেউ কেউ জনসাধারনের জন্য তাদের সবটুকু দিয়ে মানুষের পাশে থাকা'র চেষ্টা করছেন। তেমনি ২নং পৃর্বজুড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ড ২নং পৃর্বজুড়ী ইউনিয়নের মেম্বার পদপ্রার্থী জনগনের বন্ধু গরিব অসহায় মানুষের চলার সাথী তিনি এবার, মোঃ জাকির হোসেন
তিনি সাংবাদিকদের এক সাক্ষাৎ কারে এলাকার গরিব দুঃখী ও অসহায় মানুষকে উদ্দেশ্য করে বলেন,আমার ইউনিয়নে বাসি এর সকল গরিব অসহায় মানুষের সকল বিপদে আপদে থাকবো ইনশাল্লাহ এলাকার জত উন্নয়ন মূলক কাজ আছে তাতেও আমি মানুষের পাশে থাকবো।
তিনি আরো বলেন,এক জন ২নং পৃর্বজুড়ী জনপ্রতিনিধির কাজ হলো মানুষের পাশে দাড়ানো তাদের বিপদে আপদে তাদের সহযোগিতা করা।
আমি আমার ইউনিয়ন কে রোল মডেল হিসেবে গড়তে চাই ইনশাআল্লাহ।
কৃতজ্ঞতা প্রকাশ করেন ২নং পৃর্বজুড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডর মোঃ জাকির হোসেন সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী ২নং ওয়ার্ড মানুষের জন্য পরিবর্তনের বছর।আশা করি আপনারা আমার সাথে থাকবেন।আমি আপনাদের দোয়া ও আশীর্বাদ প্রত্যাশী।
তরুন সমাজ ও সর্বস্থরের জনসাধারণ কে আমি অনুরোধ করব আপনারা সবাই আমার সাথে থাকুন।আমরা সবাই মিলে একটি আদর্শ ২নং পৃর্বজুড়ী ইউনিয়ন গড়ে তুলবো।যে পৃর্বজুড়ী সুনাম অতীতে ছিল সেটি আবার ফিরিয়ে আনবো।আবারও মৌলভীবাজার তথা সমস্ত বাংলাদেশে আমাদের সুনাম ছড়িয়ে পড়বে।
মাদক,দুর্নীতি ও অপরাধমুক্ত ২নং পৃর্বজুড়ী ইউনিয়ন গড়তে আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।আমি মানুষে অধিকার নিয়ে কাজ করতে চাই।
আমি জনগনের অধিকার ফিরিয়ে দিতে চাই৷
কারন সাধারন মানুষ যাতে সুখ-শান্তিতে থাকতে পারে আমি তা নিশ্চিত করতে চাই।সাধারন জনগন যারা গ্রাম ও প্রত্যন্ত এলাকায় বসবাস করেন তাদের কে মানসম্পন্ন ও আধুনিক সেবা দিতে চাই।।