হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ
ওয়াশিংটন: আগামীকাল শুক্রবার ২৬ নভেম্বর শুক্রবার ওয়াশিংটনের বিখ্যাত গেলর্ড ন্যাশনাল রিসোর্ট এন্ড কনভেনশন সেন্টারে পর্দা উঠতে যাচ্ছে ২য় ভাগের ৩৫তম ফোবানা সম্মেলন ২০২১। এর আগে লেবার ডেতে ওয়াসিংটনে ১ম ভাগের সম্মেলন অনুষ্ঠাত হয়েছিল ব্যাপক অনিয়মের মাঝে।২য় ভাগের এঅনুষ্ঠানে যোগদিতে প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী একেএম মোজাম্মেল হক এমপি ২৫ নভেম্বর বৃহষ্প্রতিবার ওয়াশিংটনে এসে পৌঁছেছেন। এছাড়াও ৩৫তম ফোবানা সম্মেলনে অংশগ্রহনকারী উল্লেখযোগ্য শিল্পীবৃন্দের মধ্যে সাবিনা ইয়াসমিন, শফি মন্ডল, লায়লা, রবি চৌধুরী, লুইপা, পারভেজ সাজ্জাদ সহ দেশের বরন্য শিল্পীবৃন্দ ইতিমধ্যেই ওয়াশিংটনে এসে পৌঁছেছেন। খবর বাপসনিউজ।
নভেম্বর মাসের এই ধন্যবাদজ্ঞাপন সপ্তাহে ২৬, ২৭ ও ২৮ তারিখ শুক্র, শনি ও রোববারে ওয়াশিংটনে তিনদিনব্যাপী দর্শক উপস্থিতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩৫তম ফোবানা সম্মেলন। এবারের সম্মেলনের আয়োজক আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি (এবিএফএস)। সম্মেলনর ভেন্যু ওয়াশিংটনের নয়নাভিরাম গেলর্ড রিসোর্ট অ্যান্ড ন্যাশনাল কনভেনশন, ন্যাশনাল হারবার, মেরিল্যান্ড।
শুক্রবার বিকাল সাড়ে ৩ ঘটিকার সময় সম্মেলনের মুলমঞ্চ পোটম্যাক বলরুম এ এবং বি তে সম্মেলনের উদ্বোধন করবেন সম্মেলনের প্রধান অতিথি সম্মেলনে থাকবে অতিথি সম্মাননা, স্পন্সর সম্মাননা, বিভিন্ ক্যাটাগোরিতে প্রতিযোগিতা, সেমিনার, বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদযাপন, মুভি ম্যারাথন, ফ্যাশন শো, সায়েন্স অ্যান্ড টেক ফেয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়শতবর্ষ পূর্তি, বিশ্ববিদ্যালয় মিলনমেলা, মুক্তিযোদ্ধা সম্মাননা, পুথি ও ছড়া পাঠের আসর, সাহিত্য আড্ডা, ফোবানা ম্যাগাজিন, ফোবানা নিউজ বুলেটিন সহ নানামুখী আয়োজন।
ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য ৩৫তম ফোবানা সম্মেলন ২০২১ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য সম্মেলনের কনভেনার জি আই রাসেল ৬৪৬-৫৩৩-১৩৫০ সদস্য সচিব শিব্বীর আহমেদ ২০২-৭০৫-৭৯০০, ফোবানা চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী ৯১৭-৫১৪-৪৬৪১ ও এক্সিকিউটিভ সেক্রেটারি মাসুদ চৌধুরী ৮১৮-৭৩০-১০২০ এ যোগাযোগ করবার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।