২৭ শে মার্চ ভারতের নিউ শিলিগুড়ি যাচেছ ঢাকার মিতালি এস্কপ্রেস
তপন দাস
নীলফামারী জেলা প্রতিনিধি
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ২৭ শে মার্চ উদ্ভোধন হতে যাচেছ ঢাকা টু নিউ শিলিগুড়ির ট্রেন সার্ভিস ।
আগামী ২৭ শে মার্চ ঢাকার ক্যান্টরমেন্ট রেলস্টেশন থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবুজ পতাকা উড়িয়ে ঢাকা টু নিউ শিলিগুড়ি মধ্যকার যাত্রীবাহি ট্রেন মিতালী এস্কপ্রেস এর শুভ উদ্ভোধন করবেন।
তাই এবিষয়ে রেলের অতিরিক্ত মহাপরিচালক ( অপারেশন ) সরদার সাহাদাত আলীর সাথে ফোনে কথা হলে তিনি বলেন আগামী ২৭ শে মার্চ দুইদেশের রাষ্ট্র প্রধান ঢাকা থেকে নিউ শিলিগুড়ি যাত্রীবাহি ট্রেন মিতালী র শুভ উদ্ভোধন করবেন। এছাড়াও এই ট্রেনটির নাম রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে , মিতালী ,সম্প্রীতি , সুহৃদ ও বন্ধুত্ব এই চারটি নাম পাটানো হয়েছিল আর তা থেকে মিতালী নামটিই মাননীয় প্রধানমন্ত্রী বেছে নিয়েছে । আর এই নামটিতে ভারত কোন হস্তখেপ করবে না বলে তিনি জানান । এছাড়াও তিনি আরো বলেন এই ট্রেনটি প্রতি রবিবার ও বুধবার ভারতের শিলিগুড়ি থেকে ঢাকা এবং ঢাকা থেকে প্রতি সোমবার ও বৃহস্পতিবার ভারতের শিলিগুড়ি যাতায়াত করবে । তিনি আরো বলেন ট্রেনটিতে ৮ কোচ থাকবে এর মধ্যে ৪ কেবিন ও ৪ টি এসি কোচ । এসি চেয়ারের জন্য ভাড়া ধরা হয়েছে ১৮৬১ টাকা , এসি সিট ২৭৯২ টাকা এবং এসি কেবিন ৩৭২৩ টাকা নির্ধারন করা হয়েছে বলে জানান তিনি। তিনি আরো বলেন যে উত্তরবঙ্গের মানুষের জন্য নীলফামারীর চিলাহাটি রেলস্টেশন এ একটি এসি ও একটি কেবিন কোচ রাখা হয়েছে ।
এদিকে চিলাহাটি রেলস্টেশন মাস্টার আশরাফুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন ট্রেনটির উদ্ভোধনের জন্য আমরা চিলাহাটি স্টেশনের সব প্রস্তুতি সম্পূর্ণ করেছি।