২ টাকায় ইফতার মিলছে চিলাহাটিতে।
মোঃ সুমন ইসলাম ডোমার নীলফামারী প্রতিনিধি।
নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটিতে
নিম্নআয়ের রোজাদারদের জন্য দুই টাকার ইফতারি সরবরাহ করছে স্থানীয় একটি সামাজিক সংগঠন,
টিম মাচেন্টস।
সংগঠনটি করোনায় বেকার হয়ে পড়া দুস্থ ও অসহায় রোজাদারদের মাঝে দুই টাকায় ইফতার বিতরণ করছে। সংগঠনটির এক বছর ধরে দুস্থ ও অসহায় মানুষের পাশে টাকা, ধান, চাল,দিয়ে আসছেন, রমজানের প্রথম দিন থেকে ২ টাকায় ইফতার দিচ্ছে, গত মঙ্গলবার ২৭/০৪/২০২১ পবিত্র রমজানে ইফতার পূর্ব সময়ে বাড়িতে বাড়িতে গিয়ে খেটে খাওয়া অসহায় মানুষের মাঝে ৭ পদের ইফতার বিতরণ করতে দেখা যায়। এ সময় টিম মাচেন্টসের কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বিনামূল্যে খাবার সংগ্রহে যাতে কারো আত্মসম্মানে আঘাত না লাগে সেজন্যই ইফতারের বিনিময় মূল্য দুই টাকা রাখা হয়েছে বলে জানান সংগঠনের প্রধান উপদেষ্টা লুৎফর রহমান (লিটু) তিনি জানান এই টিম মাচেন্টস দিগ্ এক বছর ধরে গরীব মানুষের পাশে দারিয়েছে,এভাবে কেউ যদি টাকা দিয়ে সাহায্য করে তাহলে টিম মাচেন্টস আরো এগিয়ে যাবে, প্রতিষ্ঠাতা ও উদ্যেগ্ত্তা আহসান হাবীব শাওন । তিনি বলেন, সমাজের বিত্তবানদের সহযোগিতায় তারা নিয়মিতভাবে এই কার্যক্রম চালিয়ে যেতে চান। সুবিধাবঞ্চিতদের সেবায় তিনি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান, টিম মাচেন্টস হিসাব রক্ষক ইসরাফিল ইসলাম( ডন) বলেন সবাইকে একসাথে কাজ করলে চিলাহাটিতে গরীব ও দুস্থ মানুষের মুখে খাবার দিতে পারবো।
মোঃ সুমন ইসলাম ডোমার নীলফামারী প্রতিনিধি।
২৯/০৪/২০২১ ইং মোবাইল নম্বর ০১৭৮০৫৫১৬১৭/
Leave a Reply