৩৩৩নাম্বারে ফোন করে প্রধানমন্ত্রীর উপহার পেল নানিয়ারচরের ২যুবক
।।মাহাদী বিন সুলতান।।
করোনা মোকাবেলায় জরুরী খাদ্য সহায়তা পেতে ৩৩৩ নাম্বারে কল করে প্রধানমন্ত্রীর উপহার পেয়েছে দুর্গম উপজেলা নানিয়ারচরের ২যুবক।
বুধবার (২৮ এপ্রিল) সকালে নিজ কার্যালয়ে ২যুবকের হাতে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার বুড়িঘাট ইউনিয়নের হাতিমারা (৬নং ওয়ার্ড) এবং ২নং নানিয়ারচর ইউনিয়নের ৯নং ওয়ার্ড লারমা পাড়া এলাকার ২যুবককে করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর ত্রাণ উপহার তুলে দেওয়া হয়।
সূত্রটি আরো জানায়, জাতীয় হেল্প লাইন ৩৩৩ নম্বরে ফোন করে খাদ্য সহায়তা চাওয়া ২জন যুবককে নানিয়ারচর উপজেলার পক্ষ হতে ১০কেজি চাল, ১কেজি ডাল, ২কেজি পেঁয়াজ, লবন ১কেজি, আলু ৫কেজি, সয়াবিন তৈল ২লিটার, আটা ১কেজি ও ১কেজি চিনি বিতরণ করা হয়।
এসময় করোনা পরিস্থিতিতে জাতীয় হেল্প লাইনে ফোন করে প্রধানমন্ত্রীর উপহার পেয়ে খুশি বলে জানান সুবিধাভোগী ২যুবক। তারা জানায়, উপকারভোগী এক যুবক করোনায় চাকুরী হারিয়েছেন এবং অন্যজন কৃষিকাজ করেন। লকডাউনে ঘরে বসে থেকে অচল হয়ে পড়ায় প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করেন এই দুই যুবক।
Leave a Reply