মোঃ জাকারিয়া বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ জেলা,
বিশ্বে যখন আজ মৃত্যুর মিছিল প্রতিনিয়ত চলতেছে, ঠিক সেই সময়ে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ভুমিকায় (কোভিট ১৯) এর সাথে মোকাবিলা করার জন্য, আজ ৭ ই আগষ্ট ছিল সরকার নির্দেশিত গনটিকা কর্মসুচী।তারই অংশ হিসেবে সরকারের নির্দেশনা মোতাবেক সুনামগঞ্জ জেলার, ছাতক থানার, ৭ নং সিংচাপইড় ইউনিয়ন এর ১ ২ ৩ নং ওয়াডের টিকাদান কর্মসুচী বাস্তবায়ন এর লক্ষে।৭ নং সিংচাপইড় ইউনিয়নে সুনাম ধন্য চেয়ারম্যান মহোদয় জনাব মোঃ মোজাহিদ আলীর উদভোধনের মাধ্যমে শুরু হয় সিংচাপইড় উপ স্বাস্থ্য কমপ্লেক্সে আজকে এই গনটিকা কর্মসুচী।এতে ডাঃ সত্যজিত কুমার নাথ (উপ স্বাস্থ্য সহকারী মেডিকেল অফিসার) এর উপস্হিতিতে, জনাব জ্যোতিষ কান্তি দাস এর সার্বিক ব্যবস্থাপনায় স্বাস্থ্য সহকারী, জনাব আকমল হুসেন,নিকলেস দেবনাথ,সুজন মিয়া,মুহিবুল ইসলামের অক্লান্ত পরিশ্রমে আজকের সরকার ঘোষিত (কোভিট ১৯)এর গনটিকা কর্মসুচী পালন করা হয়।এতে ছাতকের জাউয়া বাজার তদন্ত কেন্দ্রের এস অাই জনাব সুজন মিয়ার কঠোর নিরাপত্তায়,আনসার বি ডি বি,গ্রাম পুলিশের সহোযোগিতায় সুন্দর ও মনোরম পরিবেশে সরকারের স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে সুষ্ঠু ভাবে পালিত হলো আজকের এই (কোভিট ১৯)এর গনটিকা কর্মসুচী।এতে সকাল ৮ ঘটিকা হইতে শুরু হওয়া টিকাদান কর্মসুচী একটানা বিকাল ৩ ঘটিকা পর্যন্ত চলে।এই আজকের গনটিকার কর্মসুচী।এতে নারী ও পুরুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন।দিন শেষে হিসাব করতে গিয়ে দেখা গেলো নারী এবং পুরুষ মিলে মোট ৫৯০ জন লোক আজকে এই (কোভিট ১৯)এর সিনোফার্মা ভেকসিন নিতে দেখা যায়।।
Leave a Reply