বায়জিদ হোসেন, মোংলাঃ
৩ মাস ২০ দিনের কারাভোগ শেষে ভারতের চব্বিশ পরগোনার উদ্দেশ্য মোংলা থেকে রওনা হয়েছেন ১৩ সেদেশীয় জেলে। বৃহস্পতিবার সকালে তারা বাগেরহাট কারাগার থেকে ছাড়া পেয়ে সেখান থেকে মোংলায় এসে দুপুরেই তাদের ট্রলার নিয়ে সমুদ্র পথেই স্বদেশে রওনা হয়েছেন।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, গত ৯ সেপ্টেম্বর বঙ্গোপসাগরের বাংলাদেশের সমুদ্রসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারকালে এফ,বি পিতা-মাতার আর্শীবাদ নামক ট্রলারসহ ভারতীয় এই ১৩ জেলেকে আটক করে কোস্ট গার্ড। এরপর কোস্ট গার্ড তাদেরকে পুলিশে হস্তান্তর করার পর পুলিশ বাগেরহাট আদালতে পাঠান। আদালতের আদেশে দীর্ঘ ৩ মাস ২০ দিন কারাভোগ করে বৃহস্পতিবার খালাস পান তারা। ছাড়া পাওয়ার পর বৃহস্পতিবার দুপুরে মোংলা থানা পুলিশ তাদেরকে ভারতীয় হাই কমিশনারের প্রতিনিধি মনোজ কুমার পান্ডের কাছে হস্তান্তর করেন। এরপরই তারা মোংলার ফেরী ঘাট এলাকায় থাকা তাদের ট্রলার নিয়ে স্বদেশের উদ্দেশ্যে রওনা হয়ে যান। তারা হলেন ভারতের চব্বিশ পরগোনার মোহন দাস, রুবেল দাস, বিধান দাস, অভি দাস, হরি দাস, রনো দাস, মহাদেব দাস, গৌরাঙ্গ দাস, বিষু দাস, সুনিল দাস, সুজিত দাস, জয়লাল দাস ও সম্রাট দাস।