৯নং ওয়ার্ডে প্রচারণার মাঠে সরব উপস্থিতি আলমের
মাহাদী বিন সুলতানঃ ১৪ই ফেব্রুয়ারি আসন্ন রাঙামাটি পৌরসভা নির্বাচনে ৯নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ নুরুল আলম। তিনি নির্বাচনী মাঠে বিপুল সংখ্যক নারী-পুরুষ ভক্ত সমর্থকদের সরব উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে প্রচার প্রচারণা করেছেন।
বুধবার (৩ ফেব্রুয়ারি) সকালে ৯নং ওয়ার্ডের আমানতবাগ, স্কুল পাহাড়, মুসলিম পাড়া এলাকায় গাজর প্রতিক নিয়ে নির্বাচনী প্রচারণা চালান তিনি। এসময় গাজর মার্কার সমর্থকদের স্লোগানে জয়জয়কার সাড়া পড়ে এলাকায়।
প্রচারণাকালে নুরুল আলম বলেন, অতীতের মতো জনগণের পাশেই পাবেন আমাকে। এটি একটি সরকারী কলেজ এলাকা। দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা পড়তে আসে। আমি নির্বাচিত হলে এই এলাকার স্থায়ী বাসিন্দাদের এবং ছাত্রছাত্রীদের উন্নয়নে কাজ করে যাবো। এই এলাকায় যাতে কোন অপৃতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়। আমানতবাগ, মুসলিম পাড়া ও স্কুল পাহাড় এলাকা ছাড়াও পুরো ৯নং ওয়ার্ড এলাকার শিক্ষা, চিকিৎসা, মাদকের বিপরীতে ক্রিড়াসহ সংস্কার ও উন্নয়নমূলক কাজ করে যাবো।
Leave a Reply