মির্জা সাইদুল ইসলাম (সাঈদ)
স্টাফ রিপোর্টার, দৈনিক বিজয়ের বানী।
টাংগাইলের সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের বাশার চালা বাজারে রাতের অন্ধকারে ৩টি দোকানের তালা ভেঙ্গে ও দোকানের পেছনের বেড়া কেটে নগদ অর্থ সহ দোকানের বিভিন্ন মালামাল চুরি হয়েছে।চুরি হওয়া নগদ টাকা সহ মালামালের পরিমান প্রায় ১লক্ষ ২০হাজার টাকা বলে জানান ওই দোকানদার গন।
সরেজমিনে গিয়ে দেখা যায়,(২৫ জুলাই) রবিবার লকডাউনের কারনে বিকেল ৫টায় বাজারের ঔষধের ফার্মেসী ব্যতীত সব দোকানদার দোকান বন্ধ করে বাড়ী চলে যায়।পরের দিন (সোমবার) সকালে দোকান খুলতে বাজারে এসে দেখতেপান দোকানের তালা ভাঙ্গা ও দোকানের পেছন সাইটের টিনের বেড়া কাটা। ৩টি দোকানে নগদ অর্থ সহ বিভিন্ন রকম মালামাল চুরি হয়েছে। ৩টি দোকান থেকে প্রায় ১লাখ ২০হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
যাদের দোকানে চুরি হয় তাঁরা হলেন,মোঃ রুবেল (৩২)পিতা নুরুজ্জামান, তাঁর বিকাশ এবং ফেক্সিলোডের দোকান থেকে ৩টি মোবাইল ফোন সহ নগদ অর্থ মোট ৪০হাজার টাকা চুরি হয়েছে। অপর দোকানদার রুবেল, সে বাশার চালা বাজার বনিক সমিতির বর্তমান সভাপতি এবং মনির হোসেন (১৯) পিতা নুরুল ইসলাম, তাঁর মুদির দোকান থেকে নগদ অর্থ সহ মালামাল চুরি হয়েছে। চুরির পরিমান ৩০হাজার টাকা।আরিফুল ইসলাম (৩২)পিতা আমীর আলী তারও মুদি দোকান থেকে নগদ অর্থ সহ মালামাল চুরি হয়েছে। চুরির পরিমান প্রায় ৫০হাজার টাকা।
এবিষয়ে কালিয়া ইউনিয়ের চেয়ারম্যান এসএম কামরুল হাসান বলেন,কয়েক দিন যাবত আমার ইউনিয়নে চোরের উৎপাত বেড়েছে কয়েক দিনের মধ্যে বেশ কিছু বাড়ীতে চুরি হয়েছে।
অভিযোগ পেয়ে সখিপুর থানার উপপরিদর্শক (এসআই) সামিউল ঘটনা স্থল পরিদর্শন করেছেন।