মোঃ জাকির হোসেন জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
কুলাউড়া কোভিড-১৯লাশদাফন টিমের ৪৬নং দাফন সম্পন্ন
মৌলভীরবাজার জেলার জুড়ী উপজেলার ৫ং জায়ফরনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের, ভবানীপুর গ্রামের মৃত আং মতলিব এর ছেলে মোঃকামরেল উদ্দিন(৪০) গত রাত ১২-১৫মিনিটের সময় কোভিড-১৯
(করোনা ভাইরাসের)উপসর্গ নিয়ে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।উনার মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে কুলাউড়া কোভিড-১৯ লাশ দাফন টিমের সাথে যোগাযোগ করলে টিমের সদস্যরা সকাল ৮ঘটিকার সময় মরহুমের বাড়িতে উপস্থিথ হয়ে সকাল ১১ঘটিকার সময় জ্বানাযা শেষে দাফন সম্পন্ন করেন।
এতে সহযোগিতা করেন বড়লেখা কোভিড ফর ডেথ দাফন টিমের সদস্যরা।
এই সংগঠনটি একটি সেচ্ছাসেবী সংগঠন।মৌলভী বাজার জেলার যে কোনো উপজেলায় এই সংগঠনের সদস্যরা বিনা খরছে স্বাস্থ্য বিধি মেনে লাশ দাফন ও সৎকার করে থাকে।
বিঃদ্রঃ মৃত মহিলাদের গোসল ও কাফন মহিলা সদস্য দ্বারা সম্পন্ন করা হয়। করোনায় আক্রান্ত রোগিদের ফ্রি সেবা প্রধান করা হয়।
প্রয়োজনে যোগাযোগঃ
০১৭১১-৩৬৬১৩৩
০১৭৮২-১৫২৪৭০