অবাক গল্পাকার!
আব্দুল কাদির জীবন।
গল্পকার ও নয় ,
নয় কোনো সাহিত্যিক
সে বাস্তবে দেখা প্রতিচ্ছবি
তার ভেতরেই গড়ে ওঠে
গল্পাকার সাহিত্যের ছবি।
সে যেন এক মহাকবি!
সে কোনো সমুদ্র নয়
তার চোখের নিচে জমে
থাকা লোনা জল
সৃষ্টি হয় যেন এক মহাসাগর!
সে কোনো সূর্য নয়
রাগে অভিমানে তার চোখমুখ লাল।
এ যেনো সূর্যের থেকে উত্তাল!
সে কোনো চন্দ্র নয়
তার মিষ্টি কথাতে ,অমায়িক ব্যবহারে
সে চন্দ্রের থেকেও উপরে।
সে কোনো বটবৃক্ষ নয়
কিন্তূ তার আগলে রাখা ছায়া
সে যেনো বটবৃক্ষ থেকেও সেরা।
সে এক অবাক গল্পাকার!
তার ভেতরে বিক্রিয়া
শত কেমিস্ট্রির বিন্যাস
অজানা সে ধরা ছোঁয়ার বাহিরে
যেন এক ডিটেক্টিভ উপন্যাস!!
Leave a Reply