চলচ্চিত্র অঙ্গন ধাপিয়ে বেড়াচ্ছে অভিনেত্রী নাহার
সম্প্রতি মডেল-অভিনেত্রী ‘নাহার কনা’র নতুন লুক সবাইকে অবাক করেছে। নতুন লুকের ফটোসেশনের পর তাঁর গ্ল্যামার লুক নির্মাতাদের কাছে প্রশংসা পেয়েছে। নাহার কনা কি নতুন কোনো সিনেমার জন্য এই লুক নিয়ে হাজির হচ্ছেন। জবাবে গণমাধ্যমকে নাহার কনা জানান, গল্পনির্ভর চলচ্চিত্রে অবশ্যই কাজ করতে চাই। সবকিছু চূড়ান্ত হলে নতুন কিছু কাজে আমাকে খুব শিগগিরই দেখা যাবে। তবে শাকিব খান সাথে এখনো কাজ করা হয়নি। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে সেই সুযোগটা পেতে চাই
আমি বিশ্বাস করি খুব শিগগিরই ডাক আসবে
শাকিব খানের সিনেমার নায়িকা হতে
দীর্ঘ কয়েক বছর ধরে চলচ্চিত্র অঙ্গন ধাপিয়ে বেড়াচ্ছে এই অভিনেত্রী এখন পর্যন্ত নাটকে কাজ করেছেন প্রায় ৫০ টিরও বেশি
সম্প্রতি নাহার কনা তুমুল আলোচনায় আসেন। দেশের বেশ কয়েকটি টেলিভিশনে তার অভিনীত নাটক দেখে দশকের মধ্যে ভালো লাগা তৈরি হয় বলেন এই অভিনেত্রী তিনি বলেন নিজেও সেটিকে ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হিসেবে দেখেন।
ক্রিয়ারের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও ব্যাপক এক্টিভ নাহার। মাঝেমধ্যেই ছবি ও ভিডিওতে নজর কাড়েন নেটিজেনদের। আর এবারেও তার লুক ছিল নজরকাড়া। সেইদিন পিংক কালারের শাড়িতে তাক লাগিয়েছিলেন অভিনেত্রী। মাথায় উঁচু করে বাঁধা চুল। গলায় পড়েছেন সাদা আর পিচ রঙের পুঁতির ভারী নেকলেস। আর সেটা দিয়েই ঢেকেছেন বক্ষ বিভাজিকা।
Leave a Reply