1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বিসিসি'র চাকুরীচ্যুত অসহায়রা নৌকার প্রচারণায় ব্যস্ত সময় পার করছে - dainikbijoyerbani.com
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন
ad

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বিসিসি’র চাকুরীচ্যুত অসহায়রা নৌকার প্রচারণায় ব্যস্ত সময় পার করছে

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ৫৮ Time View

 

এস এম নওরোজ হীরা বরিশাল ব্যুরোঃ
স্বল্প সময়ে বরিশাল নগরবাসীর আপনজন হওয়া আওয়ামী লীগ মনোনীত নৌকার বিসিসি’র মেয়র পদপ্রার্থী বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত ও তার সহধর্মিণী লুনা আব্দুল্লাহ র পাশে যখন কেউ ছিলনা তখন ছায়ার মতই তাদের পাশে থেকে মনোনয়ন প্রাপ্তীর পূর্ব থেকেই তাদের সাথে থেকেই সমর্থন দিয়ে বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহন করে।
চাকুরিচ্যুত এক কর্মকর্তা বলেন, খোকন সেরনিয়াবাত নির্বাচিত হলে তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন।

বরিশাল সিটি কর্পোরেশনের একদল চাকুরিচ্যুত চাকরি ফিরে পাওয়ার আশায় নৌকার প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের প্রচার প্রচারনায় আটঘাট বেধে নেমেছেন।

সিটি কর্পোরেশনের সাবেক এ্যাস্টেট অফিসার চাকরিচ্যুত মোঃমাহবুবুর রহমান শাকিল বলেন, চাকুরী বিধি মোতাবেক কোন প্রশাসনিক ব্যবস্থা গ্রহন না করে ব্যক্তি গত সিদ্ধান্ত দিয়ে পরিচালিত হতো নগরভবনের বরিশাল সিটি বাসীর সেবা দানের প্রায় সকল কার্যক্রম।চাকুরীচ্যুত করার ক্ষেত্রে সিটি কর্পোরেশন বা সরকার প্রচলিত কোন আইন মানা হয় নি, যা হয়েছে ব্যাক্তি ইচ্ছার বহিঃপ্রকাশ।
কোন ধরনের অন্যায় অপরাধ ছাড়াই চতুর্থ পরিষদের মেয়র নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণের পর পর ই প্রায়শ চাকুরীচ্যুতদের সাথে একই আচরণ করা হয়েছে। বিনা কারনে তাদের পেটে লাথি মেরেছে।

সৃষ্টিকর্তা মহান আল্লাহ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তর মাধ্যমেই বরিশাল বাসীর উপর রহমত দান করেছেন খোকন সেরনিয়াবাত কে মেয়র পদে নৌকার মনোনীত প্রার্থী করে। তিনি আরো বলেন চাকুরী বিধি মোতাবেক কোন নিয়ম না মেনে ইচ্ছে মত যখন খুশী যেমন তেমন সিদ্ধান্তে অনেকের পরিবার পরিজন নিয়ে গ্রামের বাড়ীতেও চলে যেতে বাদ্ধ হয়েছেন দুমুঠো ভাত পেটে দিতে। আমার স্ত্রী আমার বিনা কারনে চাকুচ্যুত করার বিষয় টি মেনে নিতে না পেরে বিছানায় পড়ে ধূকে ধূকে মৃত্যু বরন করেছেন। আমার সর্বস্ব দিয়ে এবং ধার দেনা করেও শেষ পর্যন্ত চিকিৎসা প্রদান করেও তাকে ফেরাতে পারিনি। ফেইসবুক লাইভে বিগত সময়ে বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের আর্থিক সহায়তা প্রদানের বিষয় গুলো দেখে ইচ্ছে যাগলেও ভয়ংকর রকমের এর নেপথ্যের ঘটনা শোনা মাত্র সে আশাটাও মাটি চাপা দিতে হয়েছিলো নিজের স্ত্রীর সাথে তারই কবরে।

আমার স্ত্রী মৃত্যুর আগে একাধিক বার একটি কথাই বলতো আল্লাহ ভালো মানুষ দের বেশী বেশী বিপদে ফেলে পরিক্ষা নেন তাদের ঈমান মজবুত করার জন্য। সে বলতো অবশ্যই ফেরেস্তার রুপে এ জালেমের হাত থেকে বরিশাল নগরবাসিদের রক্ষা করতে একজন না একজনকে অবশ্যই পাঠাবেন। তার মৃত্যুর পূর্ব মূহুর্তের কথাগুলোই অক্ষরে অক্ষরে প্রতিফলিত হয়েছে। আজ সে দুনিয়ায় থাকলে হয়তো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত এর মত সৎ নির্লোভ নিরহংকারী মাটির মানুষকে বরিশাল বাসীকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার হিসেবে নৌকা প্রতীক দিয়ে পাঠিয়েছেন এই খবর বা বর্তমান মূক্ত বরিশালের পরিবেশ পরিস্থিতি দেখে হয়তো নতুন করে বাঁচার জন্য স্বপ্ন বুনতো।

তিনি বলেন, বিগত ২০১৮ সাথে চতুর্থ পরিষদের নির্বাচনে প্রথম তার পরিচয় শহিদ আঃ রব সেরনিয়াবাত এর ছেলে হিসেবে নিশ্চিত হয়ে তার বিষয় কৌতূহল বসত যোগাযোগ তার সঙ্গে অনেক আগে থেকেই খোকন সেরনিয়াবাতের সাথে ছিল। তাদের সুখ-দুঃখের কথা খোকন সেরনিয়াবাতকে বলতেন। তিনি মেয়র পদে মনোনয়ন পাওয়ার পর তার পক্ষে গণসংযোগ করার কথা জানালে তিনি সম্মতি দিয়েছেন। গত ২৮ মে থেকে তারা নগরীতে প্রচার প্রচারনা শুরু করেন।তাছাড়া তারা পায়ে হেটে দিনে রাতে সমান যোগে মন থেকেই বরিশাল বাসীকে দেয়া প্রধানমন্ত্রীর শ্রেষ্ঠ উপহার খোকন সেরনিয়াবাত এর বিজয়ের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং বরিশাল নগরবাসীর প্রয়োজনে এখানকার উন্নয়নের স্বার্থে সবাই তার জন্য কাজ করে যাবে বলেও জানান বিসিসি’র সাবেক এই এ্যাস্টেট অফিসার।

তারা ‘বিসিসি এসআর’ (সাফারার) নামে একটি ফেইসবুক গ্রুপ থেকে প্রচার চালাচ্ছেন।
এই গ্রুপের সদস্য ও বরিশাল সিটি কর্পোরেশনের পানি শাখার চাকুরিচ্যুত নির্বাহী প্রকৌশলী কাজী মনিরুল ইসলাম স্বপন জানান, বৃহস্পতিবার নগরীর চাঁদমারী বঙ্গবন্ধু কলোনীতে তারা প্রচার চালিয়েছেন। ভোটারদের হাত ধরে ধরে বলছেন খোকন সেরনিয়াবাত নির্বাচিত হলে তারা চাকরি ফিরে পাবেন। অবসান হবে তাদের মানবেতন জীবনযাপনের।এর আগেও নগরীর বিভিন্ন এলাকায় তারা প্রচার করেছেন বলে জানানা প্রকৌশলী কাজী মনিরুল ইসলাম স্বপন।
চাকুরিচ্যুত আরেক কর্মকর্তা সিটি কর্পোরেশনের নকশাকারক প্রদীপ কুমার দাস স্মার্ট বরিশাল ডটকমকে বলেন, তারা আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তিনি নির্বাচিত হলে তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন।কাজী মনিরুল ইসলাম স্বপন বলেন, সিটি কর্পোরেশনের থেকে চাকরিচ্যুত, ওএসডি ও সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ‘বিসিসি এসআর’ (সাফারার) গ্রুপ খোলা হয়েছে। এ গ্রুপে ৭০/৮০ জন্য সদস্য রয়েছেন। তারা সবাই সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সময়ে ক্ষতিগ্রস্ত।

কাজী মনিরুল ইসলাম স্বপন তিনি জানান, নগরীর ১৫ নং ওয়ার্ডের আমীর কুটির এলাকায় নিজস্ব উদ্যোগে খোকন সেরনিয়াবাতের জন্য প্রচার ক্যাম্প বানিয়ে চালিয়ে যাচ্ছেন প্রচার।“আমরা আশাবাদী জয়ী হলে খোকন সেরনিয়াবাত আমাদের প্রতি ন্যায় বিচার করবেন। তিনি আমাদের চাকরিতে ফিরিয়ে নেবেন এই বিশ্বাস নিয়ে আমরা এটা করছি।”নৌকা প্রতীকের লিফলেট বিতরণরত অবস্থায় হাঁটতে হাঁটতে চাকরিচ্যুত হিসাবরক্ষণ কর্মকর্তা মশিউর রহমান, ট্রেড সুপারিনটেন্ডেন্ট আজিজুর রহমান, হাট-বাজার শাখার সুপারিনটেন্ডেন্ট নুরুল ইসলাম, প্রকৌশল শাখার উপ-সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ, আহসান হাবিব, মামুনুর রশীদ, আজিজ শাহিন, এবিএম শাহিন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মতিউর রহমান মতিন জানান, ২০১৮ সালে মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ দায়িত্ব গ্রহণের পর ক্রমান্বয়ে সিটি কর্পোরেশনের থেকে কাউকে চাকরিচ্যুত, কাউকে ওএসডি ও কাউকে বরখাস্ত

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি