প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ৩:১০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২১, ২০২৩, ৩:৪৬ পি.এম
জামালপুরে টায়ার বিস্ফোরণে প্রান গেলো কিশোরের
রতন ইনতিসার,বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি।
জামালপুরের বকশীগঞ্জে পণ্যবাহী কভার্ড ভ্যানের টায়ার বিস্ফোরণের ঘটনা শামীম মিয়া (১৩) নামে এক কিশোর মৃত্যেু হয় ওই ঘটনায় রাকিবুল নামে আরেক যুবক গুরুত্বর আহত হন।
নিহত শামীম শেরপুর জেলার শ্রীবর্দ্দী উপজেলার পূর্ব ছনকান্দা মৃর্ধাপাড়া গ্রামের ফুটা মিয়ার পুত্র। শুক্রবার (২১ জুন) দুপুর ১টার দিকে উপজেলা পরিষদের সামনে জামালপুর-কামালপুর মহা সড়কে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার দুপুরে উপজেলা পরিষদের সামনে পণ্যবাহী কভার্ড ভ্যানের টায়ার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে চলন্ত অটোরিকশা মুহূর্তেই তছনছ হয় এবং বিস্ফোরণের সময় বাতাসে চাপে রাস্তার ইটপাটকেলের আঘাতে অটোরিকশায় থাকা এক যুবকের মৃত্যু হয়। এতে গুরুত্বর আহত অবস্থায় আরেক জনকে হাসপাতালে নেওয়া হয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহলে রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
Copyright © 2025 dainikbijoyerbani.com. All rights reserved.