বগুড়া ডিবির মাদকবিরোধী অভিযানে ১৩৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন)জনাব আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে ডিবি,বগুড়ার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে টিম ডিবি বগুড়ার মাদকবিরোধী অভিযানে ১৩৫ (একশত পঁয়ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩(তিন)জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বগুড়া ডিবির একটি টিম ইং-০৫/০৪/২০২১ তারিখ বেলা ১৫.০৫ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন সাবগ্রাম চারমাথাস্থ জনৈক মোঃ রানা (৩০),পিতা-মোঃ নুরুল ইসলাম, সাং আকাশ তারা, থানা বগুড়া সদর, জেলা-বগুড়া এর রড সিমেন্টের দোকানের সামনে হইতে ১৩৫(একশত পঁয়ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ আসামী ১। মোঃ ওমর আলী (৩৬),পিতা-মৃত বিল্লাল ওরফে বেলাল হোসেন, গ্রাম- পদ্মপাড়া পশ্চিমপাড়া,থানা-গাবতলী, ২। মোঃ শামিম ইসলাম(২৪),পিতা-মোঃ রফিকুল ইসলাম, গ্রাম-আশোকোলা উত্তর পাড়া, থানা-বগুড়া সদর, ৩। মোঃ সুজন সরকার (২৬),পিতা-আব্দুল হান্নান সরকার,গ্রাম-চকঝপু জিগাতলা,থানা-বগুড়া সদর,সকলের জেলা-বগুড়াদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় নিয়মিত মামলা রুজুপূর্বক আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলো। উল্লেখ্য গ্রেফতারকৃত আসামী ১। মোঃ ওমর আলীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় ০১(এক) টি, গাবতলী মডেল থানায় ০১(এক) টি মোট ০২(দুই)টি, ২। মোঃ শামিম ইসলাম এর বিরুদ্ধে বগুড়া সদর থানায় ০১(এক) টি এবং ৩। মোঃ সুজন সরকার এর বিরুদ্ধে বগুড়া সদর থানায় ০১(এক) টি, গাবতলী মডেল থানায় ০১(এক) টি মোট ০২(দুই)টিসহ আসামীদের বিরুদ্ধে সর্বমোট ০৫(পাঁচ)টি পৃথক পৃথক মামলা রয়েছে।