মৌলভীবাজারের কুলাউড়ায় দুস্থ অসহায় পরিবারে ইয়াসমিন খানের পক্ষ থেকে ঈদ উপহার।
মুহাম্মদ আমির উদ্দিন, জেলা প্রতিনিধি মৌলভীবাজার:-
মৌলভীবাজারের কুলাউড়ায় ইউকে প্রবাসি ইয়াসমিন খানের সার্বিক অর্থায়নে শতাধিক দুস্থ অসহায় পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেছেন স্থানীয় বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও সংগঠকবৃন্দ।
গতকাল সোমবার (৩ মে) বিকেলে কুলাউড়া আধুনিক ডাক বাংলো প্রাঙ্গনে এই খাদ্য সামগ্রী তুলে দেন আমেনা মিষ্টি ঘরের সত্ত্বাধিকারী জাহের আলম চৌধুরি , শাহ সৈয়দ রাশিদ আলী ফাউন্ডেশনের উপদেষ্ঠা সাংবাদিক মোক্তাদির হোসেন, প্রিয় কুলাউড়ার সম্পাদক ও প্রকাশক একেএম জাবের, প্রিয় বাংলার সম্পাদক নাজমুল বারী সোহেল, শাহ সৈয়দ রাশিদ আলী ফাউন্ডেশনের সদস্য মমতাজ হাসান, বিশ্ব মানচিত্র প্রতিনিধি রুবেল বখস পাবেল, লাল সবুজ উন্নয়ন সংঘ মৌলভীবাজার শাখার সভাপতি আজহার মুনিম শাফিন প্রমুখ।
করোনার ২য় ঢেউ মোকাবেলায় সরকার ও স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক চলিত লকডাউনের প্রভাবে রমজানে বিভিন্ন শ্রমজীবি মানুষ কর্মহীন হয়ে পড়ায় পরিবারের সদস্যদের নিয়ে মানবেতর জীবনযাপন কাটছেন শ্রমজীবি ও হতদরিদ্র মানুষেরা। এদের মধ্য থেকে অস্বচ্ছল শতাধিক পরিবারকে বাছাই করে তাদের হাতে এই খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে।
Leave a Reply